গয়ার নাম
হবে ‘গয়াজি’
পটনা, ১৭ মে: নীতীশ কুমার কি যোগী আদিত্যনাথের পথ ধরলেন? সরকারের কাজ নিয়ে ক্ষুব্ধ জনগণের নজর ঘোরাতে জায়গার নাম বদলের রাজনীতিতে ঢুকে পড়ল বিহারের মুখ্যমন্ত্রীর নামও। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গয়া এ বার থেকে পরিচিত হবে ‘গয়াজি’ নামে। সরকারি ভাবে বলা হচ্ছে, স্থানীয়দের আবেগ, ওই অঞ্চলের ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য বিবেচনা করেই নামবদলের সিদ্ধান্ত।
পুরাণ অনুযায়ী, গয়াসুর নামের রাক্ষসকে এইখানে সুদর্শনচক্রে বধ করেছিলেন বিষ্ণু। গয়াসুরের নাম থেকেই গয়া নামকরণ। বিরোধীদের বক্তব্য, বেশি সনাতন হতে গিয়ে রাক্ষস গয়াসুরকে ‘গয়াজি’ বলা সংস্কৃতি আমদানি করলেন নীতীশ! আরজেডি-র একটি সূত্রের বক্তব্য, বিহারে নতুন নিয়োগ নেই, শিল্প নেই। এই অবস্থায় স্রেফ বিজেপির কাছে ‘হিন্দু নেতা’ হিসেবে নিজেকে তুলে ধরে মুখ্যমন্ত্রীর গদি বাঁচাতেই নাম বদলের এই নাটক। বামেদের কটাক্ষ, নীতীশ নিজেকে ধর্মনিরপেক্ষ বললেও বিজেপির সঙ্গে জোট করে তাঁর মুখোশ খুলে গিয়েছে।
গয়ার নাম বদলের কারণ বুঝতে পারছেন না অনেকেই। তাঁদের মতে, যোগীর পথে নাম পাল্টে আসল সমস্যা ধামাচাপার চেষ্টা করছেন নীতীশ। উত্তরপ্রদেশে ক্ষমতায় আসা ইস্তক বহু জায়গার নাম বদলে ফেলেছেন যোগী। তাঁকে অনুকরণ করেই গুজরাত, মহারাষ্ট্র এমনকি রাজধানী দিল্লিরও বহু পরিচিত নাম বদলে ফেলা হয়েছে।
সংবাদ সংস্থা