কিং-এ থাকছেন সৌরভ
শাহরুখ ও সুহানা খানের সঙ্গে ‘কিং’ ছবিতে থাকছেন বর্ষীয়ান অভিনেতা সৌরভ শুক্লা। সম্প্রতি সমাজমাধ্যমে সে খবর প্রকাশ করেন অভিনেতা নিজেই। ‘বাদশা’, ‘হে রাম’, ‘মহব্বতে’ একাধিক ছবিতে এর আগে শাহরখের সঙ্গে কাজ করেছেন সৌরভ। ‘কিং’-এর প্রযোজনা সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্টের তরফ থেকে পাওয়া এক বাক্স উপহারের ছবিও এ দিন সমাজমাধ্যমে পোস্ট করেছেন সৌরভ। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ইতিমধ্যে শুরু হয়েছে ‘কিং’-এর শুটিং।
মুখ্য চরিত্রে শাহরুখ, সুহানার সঙ্গে থাকছেন অনিল কপূর, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়। ছবিতে খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ অহলাওয়াত, অভয় বর্মা প্রমুখ।