শ্রেয়সদের সামনে দিল্লি
নিজস্ব প্রতিবেদন
২৩ মে: ১১ বছরে প্রথম বার গ্রুপ পর্যায়ে প্রথম দুই দলের মধ্যে থাকার সুযোগ পঞ্জাব কিংসের। যে লক্ষ্যে তাদের সামনে দিল্লি ক্যাপিটালস। যাঁরা প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। পুরো শক্তির দল নিয়ে তাই শনিবার জয়পুরে ঝাঁপাতে তৈরি শ্রেয়স আয়াররা।
২০১৪ সালে লিগ পর্যায়ে শীর্ষে শেষ করে রানার্স হয়েছিল পঞ্জাব। এ ছাড়া আইপিএলের ইতিহাসে এক বারই তারা প্লে-অফে উঠেছে। এ বার অবশ্য ছবিটা অন্য। শ্রেয়স আয়ার, প্রভসিমরন সিংহদের লিগ পর্যায়ে সাফল্য দেখে প্রথম বার আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন দেখছে পঞ্জাব কিংসের ভক্তরা। শুধু তাই নয়, আত্মবিশ্বাসে ভরপুর পঞ্জাব দলের শক্তি বাড়িয়ে তিন দিন আগে জয়পুরে দলে যোগ দিয়েছেন মার্কাস স্টোয়নিস, জশ ইংলিস, অ্যারন হার্ডি ও
কাইল জেমিসন।