কার্তিকের ভোলবদল
অনুরাগ বসুর আগামী ছবির জন্য চুল-দাড়ি বাড়িয়েছিলেন কার্তিক আরিয়ান। অনেক দিন ধরেই তাঁকে সেই লুকে দেখা যাচ্ছিল। সম্প্রতি শ্রীলীলার সঙ্গে সেই ছবির শুট শেষ করেছেন অভিনেতা। এ বার তিনি ফিরবেন করণ জোহরের প্রযোজনায় ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবির সেটে। তার জন্য চুল, দাড়ি কেটে তাঁর আগের চেহারায় ফিরে গিয়েছেন কার্তিক। শুক্রবার নিজের নতুন লুকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘রে ইজ় রেডি’। সমীর বিদ্বানস পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।