বরুণ-শর্বরীর নতুন জুটি
এ বার একসঙ্গে অভিনয় করতে চলেছেন বরুণ ধওয়ন ও শর্বরী ওয়াঘ। দীনেশ ভিজানের ‘লুকা ছুপি টু’তে প্রথম বার জুটি বাঁধবেন বরুণ-শর্বরী। দু’জনেরই ছবির চিত্রনাট্য পছন্দ হয়েছে। তবে এ বার পরিচালনার দায়িত্বে থাকছেন না লক্ষ্মণ উতেকর। বরং ছবির সৃজনশীল দিকের দায়িত্বে থাকবেন তিনি। এই ছবির নতুন পরিচালক এখনও ঠিক হয়নি। তবে এ বার ‘লুকা ছুপি’র মতো রোম্যান্টিক কমেডি ঘরানার হবে না ছবির গল্প। সুপারন্যাচারাল জগৎ দেখানো হবে সিকুয়েলে। ম্যাডক ফিল্মসের হরর কমেডি ঘরানার ছবি ‘ভেড়িয়া’য় ছিলেন বরুণ আর ‘মুঞ্ঝ্যা’য় ছিলেন শর্বরী। সেই দুই চরিত্রের যোগসূত্র থাকবে এই ছবির গল্পে। ২০২৬-এর মাঝামাঝি শুরু হবে শুটিং।