কালামের বায়োপিকে ধনুষ
পর্দায় এ বার প্রাক্তন রাষ্ট্রপতি ডা. এপিজে আবদুল কালামের জীবনকাহিনি। ছবিতে ভারতের মিসাইল ম্যানের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা ধনুষকে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে সে ছবির কথা ঘোষণা করেছেন অভিনেতা। পর্দায় উঠে আসবে রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবনে কালামের পৌঁছনোর কাহিনি। ছবির নামও রাখা হয়েছে ‘কালাম’। সমাজমাধ্যমে ছবির প্রথম পোস্টার শেয়ার করে ধনুষ লিখেছেন, “এমন একজন মানুষের বায়োপিকে কাজ করার সুযোগ পেয়ে আমি ধন্য।” এ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ওম রাউত, প্রযোজনার দায়িত্বে টি-সিরিজ়। যৌথ ভাবে ছবিটি প্রযোজনা করছেন অভিষেক আগরওয়ালের সংস্থা।