শেষ চারে জোকোভিচ
নিজস্ব প্রতিবেদন
২৩ মে: মাত্র ১ ঘণ্টা ৩৯ মিনিটে মাতেয়ো আর্নেল্ডিকে হারিয়ে জেনেভা ওপেনের শেষ চারে উঠলেন নোভাক জোকোভিচ। ফল ৬-৪, ৬-৪। গত মাসে ইটালীয় ওপেনে এই আর্নেল্ডির কাছে হেরে গিয়েছিলেন ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী। এর পরের রাউন্ডে জোকোভিচ মুখোমুখি হবেন ক্যামেরন নরির। তিনি অস্ট্রেলিয়ার আলেক্সেই পপিরিনকে হারিয়ে শেষ চারে ওঠেন। ফল ৭-৬ (৬), ৬-৪। আর দুটি ম্যাচ জিতলেই সার্বিয়ার মহাতারকা ১০০তম এটিপি খেতাব জিতবেন। তাঁর শেষ ট্রফি ২০২৩ যুক্তরাষ্ট্র ওপেন। এই মুহূর্তে জোকোভিচের কোনও কোচ নেই।
রবিবার থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। তার আগে এই জয় জোকোভিচকে আরও আত্মবিশ্বাসী করবে, বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারই ফরাসি ওপেনের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে জোকোভিচ এবং বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার একই অর্ধে আছেন। জোকোভিচের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। সব ঠিক থাকলে শেষ চারে মুখোমুখি হতে পারেন জোকোভিচ-সিনার।