বিরাট-রোহিতদের কেউ জোর করতে পারে না: গম্ভীর
নিজস্ব প্রতিবেদন
২৩ মে: বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর নিয়ে নীরবতা ভাঙলেন গৌতম গম্ভীর। জানিয়েছেন, দুই তারকাকে অবসর নিতে বলার অধিকার কারও নেই। টেস্ট থেকে বিরাট ও রোহিতের অবসর নেওয়ার সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত।
শুক্রবার একটি সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘‘আপনি কখন খেলা শুরু করবেন বা শেষ করবেন, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও কিছু বলার অধিকার নেই। কোচ, নির্বাচক বা দেশের কেউ-ই বলতে পারেন না।” ভারতীয় দলের কোচ যদিও মনে করেন, বিরাট ও রোহিতের শূন্যস্থান পূরণ করার সুযোগ পাবেন নতুন ক্রিকেটারেরা। বলেছেন, ‘‘আমরা দু’জন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া খেলতে নামব। আমার মনে হয় এটা বাকিদের কাছে বড় সুযোগ। হাত তুলে এগিয়ে এসে ওরা বলুক, আমি প্রস্তুত।”
বিরাট ও রোহিতকে ছাড়া ইংল্যান্ড সফরে টেস্ট জেতা সহজ নয়। কিন্তু তরুণ ক্রিকেটারেরা তাঁদের জায়গা পূরণ করতে পারেন কি না তা সময়ই বলবে। গম্ভীর যদিও চান তরুণরা এগিয়ে আসুক। ভারতীয় দলের প্রধান কোচের কথায়, ‘‘রোহিত-কোহলিকে ছাড়া খেলা কঠিন ঠিকই। তবে এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি। যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরাকে পাইনি, তখনও এই প্রশ্ন করা হয়েছিল। বলেছিলাম, এক জন না থাকলে অন্যদের সামনে সুযোগ থাকে।”
রোহিত ও বিরাট আপাতত এক দিনের ক্রিকেট খেলবেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কি এই জুটিকে দেখা যাবে? কঠিন প্রশ্নের এই উত্তর ‘ডিফেন্ড’ করেই দিলেন গম্ভীর। বলেন, ‘‘এখনও অনেক দূরের ব্যাপার। তার আগে ২০২৬-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে দেশের মাঠে। সারা দেশের নজর থাকবে। কারণ, ভারতে হচ্ছে প্রতিযোগিতা।’’
ভারতীয় দলের বর্তমান লক্ষ্য ইংল্যান্ড সফরে ভাল খেলা। ২০ জুন থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ়। যার জন্য দল বাছাইও হয়ে যাবে দ্রুত। রোহিত ও বিরাটকে ছাড়া ইংল্যান্ড সফরে ভারতীয় দল কী করে তা দেখার জন্য মুখিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। ২০২৭ বিশ্বকাপের প্রসঙ্গ উড়িয়ে গম্ভীর বুঝিয়ে দিলেন, দুই অভিজ্ঞ ক্রিকেটারকেই রান করে যেতে হবে।