এক বছরের অপেক্ষা শেষে সেমিফাইনালে শ্রীকান্ত
নিজস্ব প্রতিবেদন
২৩ মে: এক বছরেরও বেশি অপেক্ষার পরে ট্যুর পর্যায়ের কোনও প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন কিদম্বি শ্রীকান্ত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্বের এক নম্বর হারান টোমা জুনিয়র পোপভ-কে। বিশ্ব র্যাঙ্কিংয়ে এখন ৬৫ নম্বরে থাকা ভারতীয় তারকা বিশ্বের ১৮ নম্বর ফ্রান্সের পোপভকে হারাতে নেন এক ঘণ্টার বেশি সময়। ফল ২৪-২২, ১৭-২১, ২২-২০।
ফিটনেসের দিক থেকে তিনি যে উন্নতি করেছেন, তা ম্যাচে শ্রীকান্তকে দেখেই বোঝা যাচ্ছিল। প্রাক্তন এশীয় গেমস রুপোজয়ী তিন ম্যাচে সমান তালে লড়াই করে যান। ‘‘অনেক দিন পরে কোনও প্রতিযোগিতায় টানা এতগুলো ম্যাচে জিতলাম। আশা করি এটা ধরে রাখতে পারব। সব সময় চেষ্টা করি নিজের সেরাটা মেলে ধরার। এই জয়টা প্রমাণ করল যে আমার পরিশ্রম কাজে আসছে,’’ বলেন শ্রীকান্ত।
শনিবার শেষ চারে শ্রীকান্তের সামনে বিশ্বের ২২ নম্বর য়ুশি তানাকা। জাপানের খেলোয়াড় ফ্রান্সের ক্রিস্টো পোপভকে হারান। ফল ২১-১৮, ১৬-২১, ২১-৬। এ ছাড়া অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন চতুর্থ বাছাই জাপানের কোদাই নারায়োকা ও দ্বিতীয় বাছাই চিনের লি শি ফেং। বিডব্লিউএফ বিশ্ব ট্যুর ৫০০ পর্যায়ের এই প্রতিযোগিতায় ভারতীয়দের মধ্যে শুধু টিকে আছেন শ্রীকান্তই। কারণ মিক্সড ডাবলস বিভাগে হেরে গিয়েছেন তানিশা ক্রাস্টো এবং ধ্রুব কপিলা জুটি। ভারতীয় জুটি হারে চিনের জুটির কাছে।
হুঙ্কার: টানা ম্যাচ জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া শ্রীকান্ত। বাই মিডিয়া