মেয়েদের লিগে সেরা মহমেডান
নিজস্ব সংবাদদাতা
ফুটবলে বারবার ব্যর্থতাই সঙ্গী হয়েছে মহমেডান স্পোর্টিংয়ের। কিন্তু শুক্রবার মেয়েদের ক্লাব ক্রিকেট লিগের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান। তারা ৪৬ রানে হারিয়েছে এরিয়ান ক্লাবকে।
প্রথমে ব্যাট করে মহমেডান করে ১৩৭-৬। মিতা পাল করেছেন ২৪ রান। জবাবে ৯১-৬ রানেই থামে এরিয়ান। তার পরেই বৃষ্টি নামে। আর খেলা শুরু করা যায়নি। নেট রান রেটে এগিয়ে থাকায় মহমেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। প্রতিভাবান মেয়েদের প্রশংসা করে সৌরভ বলেন, “মহমেডান ক্লাবকে অভিনন্দন জানাই। আশা করি এই মঞ্চকে কাজে লাগিয়ে বাংলা তথা ভারতীয় ক্রিকেটকে মেয়েরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।” ঝুলন বলেন, “মহমেডানকে অভিনন্দন। এরিয়ান ক্লাব আজকের ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারল। সকলকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।”
সেরা: সৌরভ ও ঝুলনের সঙ্গে মহমেডানের মেয়েরা। শুক্রবার। সিএবি