রিয়াল ছাড়ছেন মদ্রিচ
নিজস্ব প্রতিবেদন
২৩ মে: রিয়াল মাদ্রিদে সমাপ্তির পথে লুকা মদ্রিচ অধ্যায়। বালঁ দ্যর-জয়ী ৩৯ বছর বয়সি তারকা শনিবার লা লিগায় রিয়াল সোসিদাদের বিরুদ্ধে সান্তিয়াগো বের্নাবাউয়ে শেষ বারের মতো নামবেন। ক্লাব বিশ্বকাপের পরে পাকাপাকি ভাবে রিয়ালের সঙ্গে ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করবেন মদ্রিচ।
২০১২ সালে রিয়ালে যোগ দেন মদ্রিচ। ১৩ বছরে ছ’টি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা-সহ মোট ২৮টি ট্রফি জিতেছেন তিনি। রিয়ালের হয়ে ৫৯০ ম্যাচ খেলা মদ্রিচ সমাজমাধ্যমে বিদায়বার্তায় লিখেছেন, ‘সময় এসে গিয়েছে। এই সেই মুহূর্ত, যা কখনওই আমার জীবনে আসতে দিতে চাইনি। ফুটবল এবং জীবনে সব কিছুর শুরু যেমন আছে, তেমন শেষও রয়েছে। শনিবার সান্তিয়াগো বের্নাবাউয়ে আমি শেষ ম্যাচ খেলব।’’ টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ক্রোয়েশিয়ার তারকা। তিনি বলেছেন, ‘‘বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার আশা এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে রিয়ালে এসেছিলাম। কিন্তু এর পর আমার জীবনে যা ঘটেছে, তা কখনও কল্পনাও করিনি।’’
সমাজমাধ্যমে মদ্রিচকে শ্রদ্ধা জানিয়ে কিলিয়ান এমবাপে লিখেছেন, ‘‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে তুমি ইতিহাস গড়েছো। সৌভাগ্য তোমার পাশে খেলার সুযোগ পেয়েছি।’’