শিল্পীর বিরুদ্ধে
ইন্দোর, ২৩ মে: ইন্দোরের এক ব্যঙ্গচিত্র শিল্পীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল মধ্যপ্রদেশ পুলিশ। অভিযোগ, হেমন্ত মালবীয় নামে ওই শিল্পী ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস এবং ভগবান শিবের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছেন। আরএসএস কর্মী তথা আইনজীবী বিনয় জোশী হেমন্তের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করেছেন। ওই আইনজীবীর অভিযোগ, অনলাইনে আপত্তিকর, কুরুচিকর এবং অশালীন এমন কিছু বিষয়বস্তু হেমন্ত পোস্ট করেছেন, যাতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে। সংবাদ সংস্থা