প্রত্যক্ষ বিদেশি লগ্নি কমল ৯৬%
নিজস্ব প্রতিবেদন
ভারতে বিদেশি লগ্নি টানায় জোর দেওয়ার কথা প্রথম দফায় মসনদে আসার পর থেকেই বলে আসছে মোদী সরকার। সেই লক্ষ্যে বেশ কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) সীমা বাড়িয়েওছে তারা। কিন্তু তাতে যে আদৌ খুব একটা কাজ হয়নি, সে কথা উঠে এসেছে রিজ়ার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যানেই। মে মাসের জন্য শীর্ষ ব্যাঙ্কের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, ২০২৪-২৫ সালে ভারতে নিট হিসেবে এফডিআই কমেছে ৯৬%। তার আগের
বছরের ১০১০ কোটি ডলার থেকে কমে গত অর্থবর্ষে দাঁড়িয়েছে ৪০ কোটিতে। যা এ পর্যন্ত সবচেয়ে কম। ২০২২-২৩ সালেও এসেছিল ২৮০০ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি লগ্নি।
প্রথম শেয়ার ছাড়ার (আইপিও) সময়ে বিদেশি লগ্নিকারীদের বেশি করে হাতের শেয়ার বিক্রি করে পুঁজি তুলে নেওয়া এফডিআই কমার অন্যতম কারণ বলে জানিয়েছে আরবিআই। পাশাপাশি বলেছে বাজার থেকে ক্রমাগত বিদেশি লগ্নিকারীদের সরে যাওয়ার কথাও। যদিও এফডিআই কমা নিয়ে আশঙ্কা করতে নারাজ শীর্ষ ব্যাঙ্ক। বরং বুলেটিনে রিজ়ার্ভ ব্যাঙ্কের দাবি, এই লগ্নি কমা আসলে ভারতের বাজার আরও পরিণত হওয়ার লক্ষণ। এতে বিদেশি লগ্নিকারীরা ইচ্ছামতো ভারতে আসতে ও বেরোতে পারবে।