আশা বাণিজ্য চুক্তিতে দ্রুত সমঝোতার
নিজস্ব প্রতিবেদন
চার দিনের মধ্যে দ্বিতীয়বার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ওয়াশিংটনে আমেরিকার বাণিজ্য সচিব হওয়ার্ড লাটনিকের সঙ্গে বৈঠক করলেন। এই বৈঠকের পরে মোদী সরকারের বাণিজ্য মন্ত্রক আশা করছে, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ৭-১০ দিনের মধ্যেই নীতিগত সমঝোতা হয়ে যাবে। বাণিজ্য মন্ত্রক সূত্রের বক্তব্য, আশা করা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৬% পাল্টা শুল্ক থেকে ভারতীয় পণ্যকে আংশিক ছাড় দেবেন। ১০% ন্যূনতম শুল্ক বসে গেলেও, কিছু জিনিসে শূন্য শুল্কের সম্ভাবনা রয়েছে। এমনকি শুক্রবার ভারতে উৎপাদন বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট অ্যাপলের উপরে ২৫% শুল্ক চাপানোর হুমকি দিলেও, এ দেশে তৈরি আইফোনে শেষ পর্যন্ত তার বিশেষ প্রভাব পড়বে না।
আমেরিকার বাড়তি শুল্ক স্থগিত ৯০ দিন। সেই সময় শেষ হওয়ার আগে আগামী ৮ জুলাইয়ের মধ্যেই নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মরিয়া বলে খবর। এই পরিস্থিতিতে শুক্রবার গয়ালই এক্স-এ তাঁর সঙ্গে আমেরিকার বাণিজ্য সচিবের চার দিনের মাথায় দ্বিতীয় বৈঠকের কথা জানিয়েছেন। লিখেছেন, ‘‘পারস্পরিক সুবিধা সম্বলিত বাণিজ্য চুক্তি নিয়ে লাটনিকের সঙ্গে কথা হয়েছে। আমাদের ব্যবসা এবং জনগণের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে আমরা দায়বদ্ধ।’’
এর আগে সূত্রের খবর ছিল, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে নয়াদিল্লি ভারতীয় পণ্যে আমেরিকার প্রস্তাবিত বাড়তি ২৬% শুল্ক এবং ইতিমধ্যেই বসা ন্যূনতম ১০% শুল্ক থেকে পুরোপুরি মুক্তির জন্য দর কষাকষি চালাচ্ছে। দরবার করছে বস্ত্র, চামড়ার পণ্যের মতো শ্রম নিবিড় ক্ষেত্রে শুল্ক ছাড়ের। আর আমেরিকা চাইছে ওয়াইন, দুগ্ধজাত ও কৃষি পণ্য-সহ একাধিক ক্ষেত্রে ছাড় দিক ভারত।