ব্রিটেনে বিক্রি
হচ্ছে টেলিগ্রাফ
}} বিক্রি হয়ে যাচ্ছে ব্রিটেনের ১৭০ বছরের পুরনো সংবাদপত্র দ্য টেলিগ্রাফ। ৫০ কোটি পাউন্ডে সেটিকে কিনে নিচ্ছে আমেরিকার লগ্নি সংস্থা রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স। এ জন্য টেলিগ্রাফ মিডিয়া গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে তারা। এর আগে ব্রিটেনের বার্কলে পরিবারের হাতে ছিল সংবাদপত্রটি। প্রতিদিন সংবাদপত্র ছাড়াও রবিবারে সানডে টেলগ্রাফ এবং প্রতি সপ্তাহে দ্য স্পেকটেটর ম্যাগাজ়িন প্রকাশ করত গোষ্ঠীটি। ২০২৩ সালে দ্য টেলিগ্রাফ কিনতে আগ্রহ দেখায় রেডবার্ড ও আবুধাবির রাজ পরিবারের সদস্য ও সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্টের জোট। কিন্তু ব্রিটেনের সরকারের আপত্তিতে গত বছর সেই প্রস্তাব ফিরিয়ে নেয় তারা। আর গত সেপ্টেম্বরে বিক্রি হয় দ্য স্পেকটেটর।
ভারতের দাবি
}} ব্রিকস গোষ্ঠীর দেশগুলির মধ্যে রফতানিতে কড়াকড়ি সংক্রান্ত নিয়ম তুলে নেওয়ার দাবি জানাল ভারত। সম্প্রতি বৈঠকে বিশ্ব ডব্লিউটিও-র সংস্কার ও বাণিজ্য ব্যবস্থা পোক্ত করা ও তার স্থায়ী উন্নয়ন-সহ নানা বিষয়ে একযোগে কাজ করতে রাজি হয়েছে ব্রিকস গোষ্ঠীর দেশগুলি। ডিজিটাল পরিষেবাতেও জোর দেওয়ার কথা বলেছে। উল্লেখ্য, ব্রাজ়িল, ভারত, চিন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার পরে এ বছর ব্রিকসে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। তাকেও স্বাগত জানিয়েছে গোষ্ঠী।