স্মার্ট মিটারের সময়সীমা
অগস্টের মধ্যে দেশে রাজ্য ও কেন্দ্র সরকারি সব দফতরে বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার লাগানো শেষ করতে হবে বলে জানালেন বিদ্যুৎমন্ত্রী মনোহর খট্টর। শুক্রবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘বকেয়ার বোঝা কমাতে সব রাজ্যকে অনুরোধ করছি অগস্টের মধ্যে সমস্ত সরকারি দফতরে এই স্মার্ট মিটার লাগানো সম্পূর্ণ করুন।’’ পাশাপাশি, বাণিজ্যিক গ্রাহক, সব শিল্প সংস্থা ও উচ্চক্ষমতা সম্পন্ন গ্রাহকদের চিহ্নিত করে পরবর্তী পর্যায়ে এই স্মার্ট মিটার লাগাতে হবে। এ ক্ষেত্রে নভেম্বরের সময়সীমার কথা
রাজ্য প্রতিনিধিদের জানিয়েছেন তিনি।
মন্ত্রীর কথায়, ‘‘যত তাড়াতাড়ি এই স্মার্ট প্রিপেড মিটার বসাতে পারব, তত দ্রুত বিদ্যুৎ নষ্ট কম হবে এবং মাসুলও নিয়ন্ত্রণে থাকবে।’’ যদিও ইতিমধ্যেই কলকাতা-সহ সারা দেশে স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে একাধিক গ্রাহক সংগঠন। তাঁদের দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে জোর করে কেন্দ্র ও রাজ্য সাধারণ গ্রাহকের অধিকার ছিনিয়ে নিচ্ছে।
নিজস্ব প্রতিবেদন