গাজ়ায় ইজ়রায়েলি হামলার বিবরণ ক্যামেরায় বন্দি করেছিলেন প্যালেস্টাইনি চিত্রসাংবাদিক ফাতিমা হাসোনা। ২৫ বছরের এই তরুণীর জীবন ও কাজ নিয়ে তৈরি তথ্যচিত্র ‘পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ নির্বাচিত হয়েছিল এ বছরের কান চলচ্চিত্র উৎসবে। ঘটনাচক্রে, সেই ঘোষণার পরের দিনেই ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ফাতিমা ও তাঁর পরিবারের ১০ জন। শুক্রবার কানে গাজ়ার পরিস্থিতি ও ফাতিমাকে নিয়ে এক সাংবাদিক বৈঠকের মাঝে ওই তথ্যচিত্রের পরিচালক সেপিদে ফারসি। রয়টার্স