হান্স জ়িমারের শো দেখে অভিভূত
সম্প্রতি আবু ধাবিতে অস্কারজয়ী সুরকার হান্স জ়িমারের কনসার্টে গিয়েছিলেন রণবীর সিংহ। সেই কনসার্টে গিয়ে অভিভূত অভিনেতা সেখান থেকে কিছু মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘উচ্ছ্বাসপূর্ণ, মনভরানো ও সংক্রামক।’ কনসার্টের পরে ব্যাকস্টেজে গিয়ে সুরকারের সঙ্গে দেখা করেন রণবীর। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে গল্পও করেন তিনি।
অন্য দিকে সেই কনসার্টে উপস্থিত ছিলেন এ আর রহমানও। এ দিন অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করে রহমান লেখেন, “আবু ধাবিতে হান্স জ়িমারের দুর্দান্ত শো প্রত্যক্ষ করলাম। ভারতে কবে আসবেন তিনি?” ভারতীয় সুরকারের এই পোস্টের পরে একই দাবি জানিয়ে মন্তব্য করেছেন নেটনাগরিকরা। ‘দ্য লায়ন কিং’ ও ‘ডিউন’-এর জন্য দু’বার অস্কার পান সুরকার।