এটাই হয়তো শেষ ছবি
আমির খান ইঙ্গিত দিলেন, আর খুব বেশি দিন হয়তো সিনেজগতের সঙ্গে যুক্ত থাকবেন না তিনি। সামনেই মুক্তি পেতে চলেছে অভিনেতার ছবি ‘সিতারে জ়মিন পর’। তার প্রচারেই এক সাক্ষাৎকারে আমির এ কথা জানিয়েছেন যে, ‘মহাভারত’ ছবিটি করার পর আর হয়তো কাজ করবেন না তিনি।
‘মহাভারত’ আমির খানের স্বপ্নের প্রজেক্ট। এ দিন সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘‘এই ছবিটা করার পর, হয়তো সব কথাই ফুরিয়ে যাবে। নতুন করে আর কিছু বলার থাকবে না।’’ তিনটি ভাগে এই ছবিটি তৈরি করার পরিকল্পনা রয়েছে আমিরের। যদিও এর আগে একবার অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন আমির। কিন্তু তার পরে ফের কাজ করেছেন। তাই ভক্তদের আশা, এত তাড়াতাড়ি তিনি অবসর নেবেন না।