ধারাবাহিকে আদ্যাপীঠের গল্প
আদ্যাপীঠ মন্দির ও তার প্রতিষ্ঠার গল্প নিয়ে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘আদি শক্তি আদ্যাপীঠ’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে রৌনক ভট্টাচার্য, আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদাচরণ ভট্টাচার্যের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর আগে ‘উড়ান’ ধারাবাহিকে শিবের চরিত্রে ছিলেন রৌনক। ‘ফেলুবক্সী’, ‘পরিচয় গুপ্ত’ একাধিক ছবিতেও কাজ করেছেন। ধারাবাহিকে আদ্যা মায়ের চরিত্রে রয়েছেন মধুশ্রী পাল। রৌনকের বিপরীতে রয়েছেন দিগন্তিকা চৌধুরী। অন্যান্য চরিত্রে থাকছেন মৌমিতা দত্ত, সমীর কুমার চরিত, মৌসুমী চক্রবর্তী প্রমুখ। গল্পে উঠে আসবে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত অন্নদাচরণের জীবন কাহিনিও। জুনের মাঝামাঝি থেকে আকাশ আট-এ সম্প্রচারিত হবে ধারাবাহিকটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন সুশান্ত বসু।