গোয়েন্দার চরিত্রে দিলজিৎ
এ বার গোয়েন্দার ভূমিকায় দিলজিৎ দোসাঞ্জ। ওটিটি-তে মুক্তি পাচ্ছে অভিনেতার পরের ছবি ‘ডিটেকটিভ শেরদিল’। সে ছবিতে মজার মোড়কে রহস্য ভেদ করতে দেখা যাবে অভিনেতাকে। আলি আব্বাস জ়াফর প্রযোজিত এ ছবির হাত ধরেই পরিচালক হিসেবে ডেবিউ করছেন রবি ছাবড়িয়া। ‘সুলতান’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘ভারত’-সহ জ়াফরের একাধিক ছবির সহ-পরিচালক ছিলেন রবি। এর আগে নেটফ্লিক্স ছবি ‘যোগী’তে জ়াফরের প্রযোজনায় কাজ করেছেন দিলজিৎ।
ইতিমধ্যেই শেষ হয়েছে ‘ডিটেকটিভ শেরদিল’-এর কাজ। বুদাপেস্টে শুট হয়েছে এ ছবির। দিলজিতের সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন ডায়ানা পেন্টি, রত্না পাঠক শাহ, বোমান ইরানি, সুমিত ব্যাস, চাঙ্কি পাণ্ডে প্রমুখ। এ মাসের শেষে জ়ি ফাইভে মুক্তি পাবে ছবিটি। অন্য দিকে, ওই একই সময়ে মুক্তি পাবে দিলজিতের ‘সর্দারজি থ্রি’।