বলিউডে ফের যৌন হেনস্থার অভিযোগ
যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ‘হোমবাউন্ড’ ছবির সিনেম্যাটোগ্রাফার প্রতীক শাহের শাস্তির দাবি করলেন পরিচালক হনসল মেহতা। সদ্য কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। সেটিরই চিত্রগ্রাহকের বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন হয়রানি এবং হেনস্থা করার অভিযোগ করেছেন পরিচালক অভিনব সিংহ। শুক্রবার তাঁর অভিযোগের পরে মুখ খুলেছেন পরিচালক-চিত্রনাট্যকার সৃষ্টি রিয়া জৈনও। সমাজমাধ্যমে প্রতীকের কুপ্রস্তাব পাঠানো একাধিক মেসেজের ছবি পোস্ট করেছেন সৃষ্টি। এর পরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেন প্রতীক।
অভিযোগের সংখ্যা বাড়তেই করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের তরফে এক বিবৃতি মারফত জানানো হয়— প্রতীক ফ্রিলান্সার হিসেবে তাদের সঙ্গে কাজ করছিলেন। সংস্থার সঙ্গে তাঁর চুক্তি ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে ছবির কাজ চলাকালীন এ ধরনের কোনও অভিযোগ দায়ের হয়নি। অপেশাদার আচরণ, যৌন হেনস্থার মতো ঘটনাকে প্রযোজনা সংস্থা যে কোনও রকম ভাবেই সমর্থন করে না, সে কথাও স্পষ্ট করে দেওয়া হয় প্রযোজনা সংস্থার তরফে। নীরজ ঘেওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’-এ অভিনয় করেছেন জাহ্নবী কপূর, ঈশান খট্টর।
প্রতীকের ঘটনা সামনে আসতে সমাজমাধ্যমে গোটা ঘটনার তদন্তের দাবি করেছেন হনসল। ক্ষমতার অপব্যবহার করে কেউ যেন এই তদন্তকে প্রভাবিত না করতে পারে, সে দিকে নজর দেওয়ার কথা বলেছেন তিনি। চিত্রগ্রাহকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের দাবিও করেছেন। হনসলের কথায়, “কর্মক্ষেত্রে প্রায়ই এ ধরনের ‘টক্সিক’ মানুষ থাকেন। ভয় না পেয়ে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।” ক্ষমতার অপব্যবহার যে শুধু পুরুষেরাই করেন না, অনেক মহিলাও করেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন হনসল।