বোপান্না, য়ুকিদের হারে শেষ ভারতের অভিযান
নিজস্ব প্রতিবেদন
১ জুন: ফরাসি ওপেনে রবিবারই শেষ হয়ে গেল ভারতীয় খেলোয়াড়দের অভিযান।
পুরুষদের ডাবলসে রোহন বোপান্না এবং য়ুকি ভামব্রি আলাদা সঙ্গীকে নিয়ে নেমে তৃতীয় রাউন্ডে ছিটকে গেলেন। বোপান্না ও চেক প্রজাতন্ত্রের অ্যাডাম পাভলাসেক ২-৬, ৬-৭ (৫) ফলে হারেন দ্বিতীয় বাছাই হ্যারি হেলিয়োভারা ও হেনরি প্যাটেনের কাছে। যাঁদের বিশ্বর্যাঙ্কিং যথাক্রমে ৩ ও ৪। দ্বিতীয় সেটে ইন্দো-চেক জুটি দারুণ লড়াই করলেও ফিনল্যান্ড-ব্রিটিশ জুটি গুরুত্বপূর্ণ সময়ে চাপ সামলে দাপট ধরে রাখাটাই জয়ের বড় কারণ হয়ে দাঁড়ায়।
প্রথম সেটে হেলিয়োভারা ও প্যাটেন শুরু থেকেই এগিয়ে যান। এক সময় তাঁরা দু’বার বোপান্নাদের সার্ভিস ভেঙে দিয়ে ৫-১ এগিয়ে গিয়েছিলেন। ফিনল্যান্ডের খেলোয়াড় এর পরে মাথার উপর দিয়ে ভলিতে সেট দখল করে নেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করে যান বোপান্নারা। প্রথম সার্ভিস গেম ধরে রাখেন বোপান্না। এই সেটে ফল ২-৩ থাকার সময় ষষ্ঠ গেমে প্যাটেন ডাবল ফল্ট করলে তাঁরা ০-৩০ পিছিয়ে গিয়েছিলেন। কিন্তু ব্রিটিশ খেলোয়াড় টানা চারটি পয়েন্ট তুলে নিয়ে বিপদ কাটান।
এর পরে দুই দলের কেউই এগিয়ে যেতে না পারায় লড়াই গড়ায় টাইব্রেকে। যেখানে দ্বিতীয় বাছাইরা বাজিমাত করেন। হেলিভারার দুরন্ত রিটার্নে প্রথম ম্যাচ পয়েন্টেই জয় নিশ্চিত করে ফেলেন তাঁরা।
এর পরে য়ুকি ও আমেরিকার রবার্ট গ্যালোয়ের জুটি ৪-৬, ৪-৬ ফলে হারেন নবম বাছাই মার্কিন জুটি ক্রিশ্চিয়ান হ্যারিসন ও ইভান কিংস-এর কাছে। ম্যাচের প্রথম দিকেই বিপক্ষ সার্ভিস ভাঙায় চাপে পড়ে গিয়েছেন য়ুকিরা। এর পরে এই সেটের নবম গেমে ০-৪০ পিছিয়ে পড়ার পরেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চারটি সেট পয়েন্ট বাঁচান য়ুকিরা। তাতেও লাভ হয়নি। হ্যারিসন সেট হাতছাড়া হতে দেননি।
দ্বিতীয় সেটে ৪-৪ থাকার সময় য়ুকি সার্ভিস হারান। যা তাঁদের আরও চাপে ফেলে দেয়। এর পরে দ্বিতীয় সেট ও ম্যাচ দখল করে নেয় মার্কিন জুটি। এর আগে এন শ্রীরাম বালাজি এবং ঋত্বিক বোলিপাল্লি দ্বিতীয় রাউন্ডে ছিটকে গিয়েছেন।