ইতিহাস থেকে প্রেরণা নিয়ে নামতে চান সুনীলরা
নিজস্ব সংবাদদাতা
এশিয়ান গেমস থেকে এএফসি এশিয়ান কাপ, কিংস কাপ থেকে নেহরু কাপ- ভারত বনাম তাইল্যান্ডের মুখোমুখি সাক্ষাত বারবার ফুটবলপ্রেমীদের নানা ঘটনাবহুল মুহূর্ত উপহার দিয়েছে। ২৬ বার সাক্ষাতের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে তাইল্যান্ড। তারা জিতেছে ১২ বার। ভারত জিতেছে সাত বার ও ড্র হয়েছে সাত বার।
আবু ধাবিতে ২০১৯ সালে এএফসি এশিয়ান কাপে ভারত ৪-১ হারিয়েছিল তাইল্যান্ডকে। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন সুনীল ছেত্রী। সেই ম্যাচের স্মৃতিচারণা করে ৪০ বছরের সুনীল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বলেন, “সে দিন আমাদের দল যথেষ্ট ভাল খেলেছিল। অনিরুদ্ধ থাপা এবং উদান্ত সিংহ নিজেদের ছাপিয়ে গিয়েছিল। সেই ম্যাচে রক্ষণ ভাগের ফুটবলাররাও উল্লেখযোগ্য অবদান রেখেছিল।” আরও যোগ করেন, “আমরা সে দিন খাতায় কলমে কয়েক মাইল পিছিয়ে ছিলাম। তা সত্ত্বেও দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছিলাম।”
সুনীল আরও মনে করছেন, সেই ইতিহাস তাঁদের আগামী বুধবার তাইল্যান্ডের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা দেবে। ফিফা ক্রমতালিকায় ভারত বর্তমানে রয়েছে ১২৭তম স্থানে। অন্য দিকে তাইল্যান্ডের অবস্থান ৯৯। ভারতীয় অধিনায়কের কথায়, “যদি আমরা কঠোর পরিশ্রম করতে পারি, তা হলে যে কোনও দিনে প্রতিপক্ষকে হারানো সম্ভব। সেই ম্যাচে তরুণ ফুটবলাররা নিজেদের ছাপিয়ে গিয়েছিল। তাই আমরা সেই ম্যাচ থেকে ইতিবাচক মানসিকতা এবং প্রেরণা নিয়ে বুধবার নামতে চাই।”
ভারত যেমন পাখির চোখ করেছে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচকে, তেমনি তাইল্যান্ডের লক্ষ্য এএফসি এশিয়ান কাপের ফাইনাল পর্বে তুর্কমেনিস্তানকে হারানো। কিন্তু ভারত শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে নিজেদের রাস্তা অনেকটা কঠিন করে ফেলেছে। অন্য দিকে মার্চে শ্রীলঙ্কাকে ১-০ হারিয়ে এই ম্যাচ খেলতে নামছে তাইল্যান্ড।