বিরাটের ১৮ নম্বর কেন মুকেশকে, ক্ষুব্ধ ভক্তেরা
নিজস্ব প্রতিবেদন
১ জুন: সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পরে তাঁর ১০ নম্বর জার্সি ভাবে তুলে রেখেছিল বিসিসিআই। বিরাট কোহলির ক্ষেত্রে সে রকম কিছু হবে কি না জানা নেই। যদিও তাঁর ভক্তেরা তেমনটাই চান। আপাতত সেই জার্সি পেয়ে গেলেন বাংলার এক ক্রিকেটার। তিনি পেস বোলার মুকেশ কুমার। এবং সমাজমাধ্যমে বিরাট-ভক্তেরা বুঝিয়ে দিলেন, ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি তাঁদের।
ইংল্যান্ড লায়ন্স বনাম ভারত এ ম্যাচে কোহলির ১৮ নম্বর জার্সি পরে খেললেন মুকেশ। তবে জার্সির পিছনে তাঁর নাম ছিল না। আগে ৪৯ নম্বর জার্সি পরতেন বাংলার পেসার। এমনিতে রবিবার প্রথম বেসরকারি টেস্টের তৃতীয় দিন খুব দ্রুত তিনটি উইকেটও নিয়েছেন মুকেশ। তবে চর্চাটা হচ্ছে তাঁর জার্সি নিয়েই। এখন দেখার বিষয় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও মুকেশ এই জার্সি পরে নামেন কি না!
বিরাট-ভক্তদের দাবি, কোহলির অবসরের পরে এখনও একটিও সিরিজ় খেলতে নামেনি ভারত। তার আগেই কী করে মুকেশ সেই জার্সি পরে খেলতে নামেন? বোর্ডের কাছে দাবি তোলা হয়েছে, ১৮ নম্বর জার্সি পাকাপাকি ভাবে তুলে রাখার। প্রসঙ্গত, টেস্ট জীবনের শুরু থেকেই ১৮ নম্বর জার্সি পরে খেলেছেন কোহলি। টি-টোয়েন্টি থেকে গত বছর অবসর নিলেও এখনও ভারতের কোনও ক্রিকেটার সেই সংখ্যার জার্সি পরে নামেননি।
চার দিনের বেসরকারি এই টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। যার সিংহভাগ কৃতিত্ব করুণ নায়ারের। তিনি একাই করেন ২০৪ রান। অল্পের জন্য শতরান পাননি ধ্রুব জুরেল (৯৪) ও সরফরাজ খান (৯২)। ভারত করে ৫৫৭।
জবাবে তৃতীয় দিনের শেষ ইংল্যান্ড লায়ন্স করেছে ৭ উইকেটে ৫২৭। মুকেশ নিলেন ৭৫ রানে তিন উইকেট। একসময় পর পর তিন উইকেট তুলে নেন বাংলার পেসার। লায়ন্সের তিন জন শতরান করলেনঃ টম হেইনস (১৭১), ম্যাক্স হল্ডেন (১০১) ও ড্যান মাউজ়লি (১১৩)। ভারত এখনও ৩০ রানে এগিয়ে।
নজরে: কোহলির সেই ১৮ নম্বর জার্সিতে মুকেশ। রবিবার। এক্স