মেসির জোড়া গোলে তিনে ইন্টার মায়ামি
নিজস্ব প্রতিবেদন
১ জুন: অপ্রতিরোধ্য লিয়োনেল মেসি। মেজর লিগ সকারে কলম্বাসকে ৫-১ চূর্ণ করে পয়েন্ট টেবলে তৃতীয় স্থানে উঠে এল ইন্টার মায়ামি। নেপথ্যে মেসির জোড়া গোল।
মন্ট্রিয়লের বিরুদ্ধে আগের ম্যাচে জোড়া গোল করে মায়ামিকে জয়ের সরণিতে ফিরিয়েছিলেন মেসি। রবিবার আরও বিধ্বংসী মেজাজে ছিলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। নিজে জোড়া গোল করছেন, করিয়েছেনও দু’টি গোল। এখানেই শেষ নয়। স্বদেশীয় গঞ্জালো হিগুয়াইনকে টপকে মেসিই এখন এমএলএসে মায়ামির সর্বোচ্চ গোলদাতা। হিগুয়াইন করেছিলেন ২৯টি গোল। এল এম টেনের গোল সংখ্যা এখন ৩১।
কলম্বাসের বিরুদ্ধে ম্যাচের ১৩ মিনিটে মেসির পাস থেকে ১-০ করেন তাদেও আলেন্দে। দু’মিনিটের মধ্যে বিপক্ষের গোলরক্ষকের ভুলে ২-০ করেন মেসি। ২৪ মিনিটে মাঝমাঠ থেকে দেওয়া সের্খিয়ো বুসকেতসের পাস জালে জড়িয়ে দেন তিনি।