দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৩৭০০
নয়াদিল্লি, ১ জুন: দেশে দ্রুত হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১৪০০। মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, গুজরাত, তামিলনাড়ুতেও সক্রিয় করোনা রোগীর ক্রমশ বাড়ছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ২২ মে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৫৭ জন। ৩১ মে সেটি বেড়ে হয় ৩ হাজার ৩৯৫। এর মধ্যে গত এক মাসে সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে বাংলার ২ জন রয়েছেন।
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ওমিক্রনের এই ভ্যারিয়েন্টের মারণ ক্ষমতা তত নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তাদের বক্তব্য, মৃতদের বেশির ভাগেরই গুরুতর কো-মর্বিডিটি ছিল। ফলে এখনই বিশেষ উদ্বেগের কারণ নেই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা, মুখাবরণ পরা, বারবার হাত ধোওয়ার মতো সতর্কতা রাখা ভাল।
সংবাদসংস্থা