অবিরাম বৃষ্টিপাতের ফলে উত্তর-পূর্বাঞ্চলে জনজীবন চরম বিপর্যস্ত। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। এ পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যসমূহে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। প্রচুর ঘরবাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। স্থানে স্থানে মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। অরুণাচল প্রদেশের বোমজির নদীতে আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করে এনেছেন বিমানবাহিনীর জওয়ানেরা। অসমেও ত্রাণ ও উদ্ধারের কাজে বিমানবাহিনী নামানো হয়েছে। ছবিতে, বন্যাবিধ্বস্ত আগরতলার শহরতলি এলাকা। উদ্ধারকাজে নেমেছে স্থানীয় প্রশাসন। পিটিআই