কিশোরীকে গণধর্ষণ
}} ১৫ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে কর্নাটকের বেলাগাভিতে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ওই নাবালিকাকে দু’দফায় ছ’জন ধর্ষণ করে। পুলিশ জনিয়েছে, প্রথম ধর্ষণের ঘটনা ঘটে মাস ছয়েক আগে। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় এবং সেই ঘটনা ভিডিয়ো করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তেরা। পুলিশ জানায়, ভয় দেখিয়েই দ্বিতীয় বার ফের ওই কিশোরীকে ডেকে ধর্ষণ করে অভিযুক্তেরা। সে বারও রেকর্ড করা হয় ঘটনাটি। এর পরে নাবালিকা পুলিশ অভিযোগ জানায়। দু’জন গ্রেফতার হয়েছে।
আটক ভ্লগার
}} ‘অপারেশন সিঁদুর’-এর পরে পাকিস্তানের পাশে দাঁড়ানো এবং তাদের সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করায় তুরস্ক-বিরোধী স্বর উঠে আসছে সরকারি এবং বেসরকারি স্তরে। এই আবহে সে দেশে ভারতীয় এক পর্যটক আটক হয়েছেন বলে খবর। অভিযোগ, নিজের ভ্লগে মালিক এসডি খান নামে ওই ব্যক্তি স্থানীয় মহিলাদের নিয়ে অবমাননাকর ও যৌন-বিদ্বেষপূর্ণ নানা মন্তব্য ক্রমাগত করে চলেছিলেন। তুরস্কের বিভিন্ন ভ্লগে সেই দেশের মহিলাদের সম্পর্কে হিন্দিতে বিভিন্ন আপত্তিকর শব্দ ব্যবহার এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। এমনকি, নিজের ট্যুর গাইডকে রাতে ধর্ষণ করবেন কি না, একটি ভ্লগে সেই প্রশ্নও করেছিলেন দর্শকদের উদ্দেশে। তিনি অবশ্য ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলেছেন
সদস্যপদ খারিজ
}} ঘৃণাভাষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে গ্যাংস্টার-নেতা মুখতার আনসারির ছেলে আব্বাস আনসারির উত্তরপ্রদেশ বিধানসভার সদস্যপদ খারিজ করা হয়েছে। মউ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন আব্বাস। তাঁর বিধায়ক পদ খারিজ হওয়ার পরে মউ আসনটি শূন্য বলে ঘোষণা করা হয়েছে। শনিবার বিশেষ এমপি-এমএলএ আদালত সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির বিধায়ক আব্বাসকে ২০২২-এর একটি ঘৃণাভাষণের মামলায় দু’বছরের কারাদণ্ড দিয়েছে।
মৈত্রীর সেতু
}} পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র সভানেত্রী মেহবুবা মুফতির মতে, যুদ্ধক্ষেত্র না হয়ে ভারত ও পাকিস্তানের মৈত্রীর সেতু হয়ে ওঠা দরকার জম্মু ও কাশ্মীরের। শনিবার শ্রীনগরে দলীয় অনুষ্ঠানে তিনি দাবি করেন, জম্মু ও কাশ্মীর ধারাবাহিক ভাবে যুদ্ধ ও হিংসার পরিণতি ভোগ করেছে। ভূস্বর্গকে ‘দু’টি লড়াকু হাতির পায়ে দলা ঘাসের’ সঙ্গে তুলনা করেছেন মেহবুবা। তিনি বলেন, “পিডিপি শান্তির জন্য আওয়াজ তুলবে এবং জনগণের অনুভূতিকে কাজে লাগাবে। আমাদের যুদ্ধের ভূতকে ঘাড় থেকে নামাতে হবে, যাতে মানুষ সুস্থ জীবন যাপন করতে পারে এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারে।”
বিমান নামার পথে
}} প্রবল ধুলোঝড়ের জেরে অবতরণ কিছুক্ষণের জন্য বাতিল করতে হল দিল্লিগামী একটি বিমানকে। রবিবার রায়পুর থেকে দিল্লি যাচ্ছিল ইন্ডিগো-র বিমানটি। দিল্লিতে নামার ঠিক আগে ঘণ্টায় ৮০ কিলোমিটারেরও বেশি গতিবেগের ঝোড়ো হাওয়ার মুখে পড়ে বিমান। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে তাই সেই মুহূর্তে অবতরণ বাতিল করতে হয়। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কেটে পরে অবতরণ করে বিমানটি।
স্ত্রীর গায়ে আগুন
}} যৌনমিলনে অনিচ্ছাপ্রকাশ করায় স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বছর ৪৬-এর এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুর এলাকায়। শনিবার পুলিশ অভিযুক্ত দীনেশ আওহাদকে গ্রেফতার করেছে। ওই মহিলা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
খেলোয়াড়কে ধর্ষণ
}} জাতীয় স্তরের টায়কোন্ডো খেলোয়াড়কে আশ্রমের মধ্যে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। বছর তিরিশের ওই তরুণী জানিয়েছেন, কানপুরের গোবিন্দ নগর এলাকায় আশ্রমের মধ্যে মাদক মিশ্রিত লাড্ডু খাওয়ানো হয়। তিনি অজ্ঞান হয়ে গেলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তদন্ত চলছে।