জামায়াতকে সবুজ সঙ্কেত কোর্টের
ঢাকা, ১ জুন: এক যুগের বেশি সময় পরে বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে বৈধতা ফিরে পেতে চলেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ সর্বসম্মত ভাবে জামায়াতের নির্বাচনী বৈধতা ফিরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছে। এই রায় এ দিনই নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছে আদালত। তবে দাড়িপাল্লা প্রতীকেই জামায়াত ভোটে লড়তে পারবে কিনা, সম্পর্কে আদালত কিছু বলেনি। আজকের রায়ে প্রত্যাশিত ভাবেই উচ্ছ্বসিত জামায়াতে শিবির। দলের আমির শফিকুর রহমান বলেছেন, এই রায়ের ফলে একটি জুলুম-নিপীড়নের অবসান হল।
আজ সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দিয়েছে। সেই সঙ্গে জামায়াতের বৈধতা ফিরিয়ে দিতে কমিশনকে নির্দেশ দেয় আপিল বিভাগ। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনও নির্দেশ না দিয়ে, এই বিষয়টি কমিশনকে বিবেচনা করতে বলেছে।
নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, ‘‘২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে বৈধতা দিয়েছিল কমিশন। তাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। ফলে দলটিকে কমিশনের দেওয়া নিবন্ধন বহাল রইল। তবে প্রতীক বরাদ্দের বিষয়ে আদালত কোনো পর্যবেক্ষণ দেননি।’’ আপিল বিভাগের রায়ে খুশি জামায়াতে শিবির। দলের আমির শফিকুল বলেন, ‘‘আজকের রায়ে ন্যায়-বিচার নিশ্চিত হল এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হল। আমরা আশা করছি এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এক নতুন মাত্রা লাভ করবে।’’ সংবাদ সংস্থা