পিএসজি সমর্থকদের তাণ্ডবে ফ্রান্সে হত ২
প্যারিস, ১ জুন: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরে প্যারিসের বিভিন্ন প্রান্তে ভয়াবহ তাণ্ডব চালাল বিজয়ী দল পারি সঁ জরমঁ (পিএসজি)--র সমর্থকেরা। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই সব সমর্থকের হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন, জখম কমপক্ষে ১৯২ জন। মারামারি ও ভাঙচুরের অভিযোগে ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রাজধানী প্যারিসেই গ্রেফতার করা হয়েছে ৪৯১ জনকে।
তবে প্যারিস পুলিশের প্রধান লর্যাঁ নুনেজ় জানিয়েছেন, পূর্বনির্ধারিত কর্মসূচি মেনে রবিবার সন্ধেবেলা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নিয়ে বিজয়মিছিল করবে পিএসজি। তখন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তার জন্য অনেক বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। থাকছে সেনাও। পুলিশ প্রধানের কথায়, “তবে এ বার আমরা কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুত। কোনও রকম ঝামেলা বরদাস্ত করা হবে না।” রাতের খবর, লক্ষ মানুষের জমায়েত হলেও এ দিন প্যারিসে পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। বিজয়মিছিলও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।
নুনেজ়ের কথায়, “বিজয়মিছিল ঘিরে তাণ্ডব আগেও দেখেছি আমরা। তবে এ বার হামলাকারীদের চেহারাটা যেন আলাদা। তারা খেলাটাও দেখেনি। শুধু মারপিট করতেই ব্যস্ত ছিল।” জানা গিয়েছে, জখমদের মধ্যে অন্তত ২২ জন পুলিশ ও সাত জন দমকলকর্মীও রয়েছেন। তাণ্ডবকারীরা ২৬৪টি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। বহু দোকানপাট লুট করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক পিএসজি সমর্থকের গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন ২৩ বছর বয়সি এক যুবক। তিনি স্কুটার চালাচ্ছিলেন। তা ছাড়া, ড্যাক্স শহরে একটি ১৭ বছর বয়সি কিশোরের উপরে ছুরি নিয়ে চড়াও হয় এক দল পিএসজি সমর্থক। ঘটনাস্থলেই মারা যায় সে। কিশোরের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। জানা যায়নি, কারা তার উপরে কেনই বা হামলা চালিয়েছিল। পুলিশ প্রধান জনসাধারণের কাছে আর্জি জানিয়েছেন, “হামলাকারীদের চিহ্নিত করতে আমাদের সাহায্য করুন।” ড্যাক্সের মেয়র জুলিয়্যাঁ দুবোয়ার কথায়, “কিশোরের পরিবার ও আত্মীয়-বন্ধুকে সমবেদনা জানাচ্ছি।”
সংবাদ সংস্থা