মঞ্চে দৃষ্টিহীন শিক্ষকেরা
}} বিকাশ ভবনের উল্টো দিকে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার’ মঞ্চে বুধবার এলেন চাকরিহারা দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের কয়েক জন জানান, তাঁদের চলার পথ আর পাঁচ জনের মতো নয়। অনেক লড়াই করে এই চাকরি তাঁরা পেয়েছেন। আজ আবার পরীক্ষা দিতে বলা হলে সেটা তাঁদের পক্ষে যেমন কঠিন, তেমনই অসম্মানের। ওই শিক্ষকদের প্রশ্ন, এ বার তাঁরা পাশ করতে না পারলে সেই দায় কি সরকার নেবে? অন্য দিকে, আদালতের নির্দেশ মতো ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর শিক্ষকেরা এখন সেন্ট্রাল পার্কের সামনের রাস্তায় ধর্না চালাচ্ছেন। তাঁরা জানান, আজ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার চাকরিহারা শিক্ষকদের নিয়ে গড়িয়াহাট থেকে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড পর্যন্ত ধিক্কার মিছিল হবে।
পুলিশকর্মীর দেহ
}} আলিপুর বডিগার্ড লাইন্সের ভিতর থেকে বুধবার উদ্ধার হল এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, ওই পুলিশকর্মীর নাম সুখলাল মুর্মু। বাড়ি পুরুলিয়ায়। তিনি কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের কর্মী হলেও ডেপুটেশনে কর্মরত ছিলেন তৃতীয় ব্যাটালিয়নে। সূত্রের খবর, কয়েক দিন ধরে সুখলালের খোঁজ মিলছিল না। পুলিশের অনুমান, সুখলাল আত্মঘাতী হয়েছেন। একটি সুইসাইড নোটও মিলেছে।
মেট্রোয় ‘ঝাঁপ’, মৃত
}} এক মহিলা যাত্রীর লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনায় বুধবার সাতসকালে মেট্রো পরিষেবা ব্যাহত হল মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে। এ দিন সকাল ৮টা ২০ নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে দক্ষিণেশ্বরমুখী ট্রেনের সামনে ঝাঁপ দেন বছর ৫২-র ওই মহিলা। এই ঘটনায় সাময়িক ভাবে পরিষেবা বন্ধ হয়ে যায়। ওই যাত্রীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা ওই মহিলার নাম মন্দিরা দাস। মাঝের সময়ে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলাচল করে।
পরীক্ষা অগস্টে
}} কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে তৃতীয় সিমেস্টারের পরীক্ষার দেড় মাসের মধ্যে চতুর্থ সিমেস্টারের পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল ডিএসও। তাদের অভিযোগ, চতুর্থ সিমেস্টারের টিউটোরিয়াল পরীক্ষা ইতিমধ্যেই শুরু করে দেওয়া পড়ুয়া-স্বার্থের পরিপন্থী। পাঠ্যক্রম শেষ না করে চতুর্থ সিমেস্টারের পরীক্ষা নেওয়া চলবে না বলে দাবি করেছে তারা। রেজিস্ট্রার দেবাশিস দাস জানান, অগস্টে চতুর্থ সিমেস্টারের পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
‘যৌন হেনস্থা’
}} চলন্ত বাসে এক চিকিৎসককে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে। বুধবার, নিউ টাউনে। পুলিশ জানায়, একটি বাসে যাচ্ছিলেন ওই চিকিৎসক। তাঁর পাশের পুরুষ যাত্রীর আচরণ ঠিক ছিল না বলে অভিযোগ। প্রাথমিক ভাবে ওই চিকিৎসক তাঁকে সরে যেতে বলেন। অভিযোগ, বাসটি বিশ্ব বাংলা গেট পার হওয়ার পরেই ওই যাত্রী অভব্যতা করেন। মহিলা প্রতিবাদ করলে বচসা বাধে। বেগতিক দেখে বাস থেকে নেমে যান অভিযুক্ত। পুলিশ তাঁঁর খোঁজ শুরু করেছে।