১৯ গ্র্যান্ডমাস্টার লড়বেন মুম্বইয়ে
মুম্বইয়ে বসতে চলেছে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আসর। ১৬ থেকে ২৪ জুন। পাঁচ বছর পরে হচ্ছে এই প্রতিযোগিতা। মোট ৩৪ জন শীর্ষস্থানীয় দাবাড়ু অংশ নেবেন এই প্রতিযোগিতায়। যার মধ্যে ১৯ জন গ্র্যান্ডমাস্টার। সিনিয়র বিভাগে গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ শীর্ষবাছাই। তাঁর সঙ্গে ট্রফি জেতার লড়াইয়ে থাকবেন দ্বিতীয় বাছাই জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার লেভান পেন্টসুলাইয়া। এই প্রতিযোগিতা থেকে অতীতে ডি গুকেশের মতো বিশ্বচ্যাম্পিয়ন উঠে এসেছেন।
বিষয় ভূমিপুত্র
গত বার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে অংশগ্রহণকারী দলগুলির প্রথম একাদশে ভূমিপুত্রের সংখ্যা বাড়িয়ে পাঁচ করা হয়েছিল। কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিটি দলে আরও বেশি ভূমিপুত্র খেলানো নিয়ে সরব হন। ক্রীড়ামন্ত্রীর কথা মাথায় রেখেই আজ বৃহস্পতিবার তাই ফের সব ক’টি দলের সঙ্গে বৈঠকে বসছে আইএফএ।
বিদায় স্টেড
সরে যাচ্ছেন নিউ জ়িল্যান্ডের কোচ গ্যারি স্টেড। টানা সাত বছর তিনি রিচার্ড হ্যাডলির দেশের ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে আইসিসি ট্রফি জেতে নিউ জ়িল্যান্ড। ভারতকে হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এ’মাসের শেষেই স্টেডের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তি আর হচ্ছে না।
অনিশ্চিত গাস
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ় শুরু হবে ২০ জুন, লিডসে। প্রথম টেস্টে হয়তো খেলতে পারবেন না ইংরেজ জোরে বোলার গাস আ্যাটকিনসন। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে তিনি চোট পান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেলতে পারেননি।
কুলদীপের বাগদান
বাগদান হয়ে গেল কুলদীপ যাদবের। হবু পাত্রী কানপুরের বংশিকা ভারতীয় স্পিনারের ছোটবেলার বন্ধু। বাগদান অনুষ্ঠানে ছিলেন দু’জনেরই পরিবারের সদস্যেরা এবং উত্তরপ্রদেশের অনেক ক্রিকেটার। ছিলেন রিঙ্কু সিংহও। তাঁরও বাগদান সামনে। প্রসঙ্গত এ বারের আইপিএলে কুলদীপ ১৪ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট।
জুটি: হবু পাত্রীর সঙ্গে কুলদীপ। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে সেরে ফেললেন বাগদান। এক্স