কলকাতাতেই মেরু-গবেষণা জাহাজ নির্মাণ
নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি, ৪ জুন: সামুদ্রিক গবেষণা এবং জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রথম দেশজ পোলার রিসার্চ ভেসেল (পিআরভি) তৈরি করতে চলেছে ভারত। নেতৃত্বে থাকছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স। নরওয়ে এবং ডেনমার্ক সফররত কেন্দ্রীয় বন্দর ও জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নরওয়ের সংস্থা কংসবার্গের মধ্যে এই প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষরে হাজির ছিলেন। সোনোয়াল জানান, জাতীয় মেরু ও মহাসাগর গবেষণা কেন্দ্রের প্রয়োজনীয়তা পূরণের জন্য নকশা করা ওই জাহাজটি কলকাতার শিপইয়ার্ডে তৈরি হবে। অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে সজ্জিত ওই পিআরভি উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে গভীর সমুদ্রে অনুসন্ধান, সামুদ্রিক বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ এবং জলবায়ু গবেষণার কাজ করবে। মন্ত্রী বলেন, ‘‘ভারত দীর্ঘদিন ধরে উভয় মেরুতে গবেষণায় সক্রিয়, কিন্তু অনুসন্ধানের জন্য আমরা বরাবর বিদেশি জাহাজের উপরে নির্ভরশীল ছিলাম। প্রকল্পটি ভারতের বৈজ্ঞানিক অভিযানের ক্ষমতা বৃদ্ধিতে এক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।’’