ফের কোভিডে আক্রান্ত নেমার
স্যান্টোসের হয়ে শেষ ম্যাচে হাত দিয়ে গোল করে বিতর্কে জড়িয়েছিলেন নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। এ বারে জানা গিয়েছে তিনি করোনায় আক্রান্ত। এক বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে স্যান্টোস। বৃহস্পতিবার থেকেই কোভিডের উপসর্গ দেখা যায় নেমারের শরীরে। পরীক্ষার পরে ধরা পড়ে তাঁর কোভিড হয়েছে। এর পরেই চিকিৎসকের পরামর্শ মতো গৃহবন্দি রয়েছেন তিনি। প্রসঙ্গত এর আগে ২০২১ সালেও প্যারিস সঁ জরমঁ-এ থাকাকালীন তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
জয়ী ভারত
ইউরোপ সফরের শুরুটা জয় দিয়ে করল ভারতের জুনিয়র মেয়েরা। রবিবার তারা আয়োজক দেশ বেলজিয়ামকে ৩-২ গোলে হারায়। ১১ মিনিটে প্রথম গোল করেন ভারতের গীতা যাদব। দ্বিতীয় কোয়ার্টারে সমতা ফেরায় মারি গোয়েনস। নয় মিনিটের মাথায় বেলজিয়ামের হয়ে ২-১ করে লুইস হেকে। ভারতের হয়ে দ্বিতীয় গোল করে সোনম। এর পরেই মুহুর্মুহু আক্রমণে উঠতে থাকে ভারতের মেয়েরা। ৪৫ মিনিটের মাথায় জয় এনে দেয় লালথানলুয়াঙ্গি।
অধিনায়ক আঘা?
পাকিস্তান ক্রিকেট দলে ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। তিন ফর্ম্যাটে এক জন ক্রিকেটারকেই অধিনায়ক করার কথা ভাবছে পাক বোর্ড। সেই দৌড়ে এগিয়ে রয়েছেন সলমন আলি আঘা। আপাতত তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সেই সঙ্গে একটি পর্যবেক্ষক কমিটি গঠনের ঘোষণাও হতে পারে। এই কমিটি প্রধানত জাতীয় দলের উন্নতির দিকে নজর রাখবে।
প্লে-অফে অঙ্কুররা
আল্টিমেট টেবল টেনিসে ডেম্পো গোয়া চ্যালেঞ্জার্সকে রবিবার ৯-৬ হারিয়ে প্লে-অফে উঠল কলকাতা থান্ডারব্লেডস। কলকাতার কোয়াড্রি অরুণ হারান হরমীত দেশাইকে। জয় পেয়েছেন কলকাতার অঙ্কুর ভট্টাচার্য এবং আদ্রিয়ানা দিয়াসও। এর আগে অনূর্ধ্ব-১৫ ড্রিম ইউটিটি জুনিয়র্সে ইউ মুম্বাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা।