তাইওয়ান অ্যাথলেটিক্সে দ্বিতীয় দিনেও ছয় সোনা ভারতের
নিজস্ব প্রতিবেদন
৮ জুন: তাইওয়ান ওপেন অ্যাথলেটিক্সের দ্বিতীয় তথা শেষ দিনেও ভারতের সোনার দৌড় অব্যাহত। শনিবার প্রথম দিনে ভারতের ঘরে এসেছিল ছয় সোনা। দ্বিতীয় দিনেও এল সমসংখ্যক সোনা। মোট পদক সংখ্যা দাঁড়াল ১৬-তে। রয়েছে ১২টি সোনা, ৩টি রুপো এবং একটি ব্রোঞ্জ।
ছেলেদের ৪০০ মিটার রিলে রেসে টি সন্তোষ, বিশাল টিকে, ধর্মবীর চৌধরি এবং মনু টিএস শেষ করেন পোডিয়ামের শীর্ষে। তাঁরা সময় নিয়েছেন ৩:০৫.৫৮ সেকেন্ড।
তামিলনাড়ুর অ্যাথলিট ভিত্যা পলকশা মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে সোনা জেতেন। শেষ করেন ৫৬.৫৩ সেকেন্ডে। ফলে আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে তাঁর র্যাঙ্কিংয়ে কিছু পয়েন্ট যোগ হবে।
ছেলেদের জ্যাভলিনে সোনা এনেছেন রোহিত যাদবও। তিনি ছোড়েন ৭৪.৪২ মিটার। ৭৫ মিটার না ছুড়তে পারলেও তাঁর সোনা জয় আটকায়নি। রুপো পেয়েছেন চিনা তাইপের হুয়াং শি-ফেং। তিনি ছোড়েন ৭৪.০৪ মিটার। মেয়েদের জ্যাভলিনেও ভারতকে সোনা এনে দিয়েছেন অন্নু রানি। তিনি ছোড়েন ৫৬.৮২ মিটার। তবে মরসুমের সেরা থ্রো না এলেও সোনা জিততে অসুবিধা হয়নি।
শনিবার পূজা সোনা জিতেছিলেন ১৫০০ মিটার দৌড়ে। তিনি তা শেষ করেছিলেন ১৬.৪ সেকেন্ডে। রবিবারও তিনি ভারতের ঘরে আরও একটি সোনা যোগ করেন। এ বারে ৮০০ মিটারে। তাঁর সময় লেগেছে ২:০২.৭৯ সেকেন্ড। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেয়েছেন টুইঙ্কল চৌধরি।
ছেলেদের ৮০০ মিটার ফাইনালে একটা সময় পিছিয়ে পড়েও দুরন্ত ভাবে ফিরে আসেন কৃষন কুমার। মাত্র ১:৪৮.৪৬ সেকেন্ডে শেষ করে তিনি সোনা জেতেন। যা চ্যাম্পিয়নশিপে নয়া নজিরও।
মেয়েদের লং জাম্পে ভারত সোনা না পেলেও জিতেছে রুপো এবং ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে শেষ করেন শাইলি সিংহ (৬.৪১ মিটার)। অন্য দিকে তৃতীয় স্থান পেয়েছেন আনসি সোজান (৬.৩৯ মিটার)।
উচ্ছ্বাস: জ্যাভলিনে সোনা জয়ের পরে রোহিত যাদব। রবিবার। এক্স