রাজ্য সাঁতারে পাঁচ সোনা সৌগতর
নিজস্ব সংবাদদাতা
তিন দিনের রাজ্য সাঁতার চ্যাম্পিয়নশিপ শেষ হল রবিবার। ব্যক্তিগত বিভাগে দক্ষিণ চব্বিশ পরগনার সৌগত দাস পাঁচটি সোনা জিতেছেন। তার মধ্যে রয়েছে চারটি রেকর্ড। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন স্নিগ্ধা ঘোষ। তিনি জিতেছেন পাঁচটি পদক। রয়েছে দু’টি রেকর্ড সহ তিনটি সোনা এবং দু’টি রুপো।
উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় গেমসে দু’টি সোনা ও একটি রুপো পেয়ে নজর কেড়েছিলেন হাওড়ার সৌবৃতি মণ্ডল। জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলা দলে সুযোগ পাওয়ার জন্যই তিনি রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় নেমেছিলেন। ৫০ মিটার, ১০০ মিটার এবং ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ে তিনটি সোনা পেলেন তিনি।
ছেলেদের দলগত বিভাগে মোট ৯৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর চব্বিশ পরগনা। ৭০ পয়েন্ট পেয়ে মেয়েদের দলগত চ্যাম্পিয়ন হুগলি। অন্য দিকে মেয়েদের গ্রুপ চ্যাম্পিয়নও হুগলি (৪৯ পয়েন্ট)। ছেলেদের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা (৬৬ পয়েন্ট)।