নায়ক এমবাপে, নেশনস লিগে জার্মানিকে হারিয়ে তৃতীয় ফ্রান্স
নিজস্ব প্রতিবেদন
৮ জুন: আদতে এই ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। তবুও দুই দেশের কাছেই ছিল সম্মান রক্ষার লড়াই। রবিবার উয়েফা নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে আয়োজক জার্মানিকে ২-০ গোলে পরাস্ত করল ফ্রান্স। একটি গোল করে ও করিয়ে নায়ক ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে।
নেশনস লিগের সেমিফাইনালে জার্মানি হেরেছিল পর্তুগালের কাছে। অন্য দিকে স্পেনের বিরুদ্ধে বিধ্বস্ত হয়েছিল ফ্রান্স।
স্টুটগার্টে রবিবার শুরু থেকে দাপট দেখাচ্ছিল জার্মানি। ফ্রান্সের আক্রমণে এ দিন ছিলেন না উসমান দেম্বেলে। শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে নেন জার্মানরা। কিন্তু তাঁরা সহজ সুযোগ নষ্ট করেন। শুরুতে জার্মানির করিম আদেয়েমি গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন। ফ্রান্সের গোলরক্ষক মাইক ম্যানিয়ঁর গায়ে দু’বার বল মেরে সেই সুযোগ নষ্ট করলেন। দল হেরে যাওয়ায় সেই সুযোগ নষ্টের খেসারত দিতে হল।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে আস্তে আস্তে খেলায় ফেরে ফ্রান্স। ৩৯ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দিতে পারতেন এমবাপে। কিন্তু মার্কাস থুরামের দেওয়া মাইনাস পেয়েও ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান তিনি। তবে কয়েক মিনিট পরেই প্রায়শ্চিত্ত করেন। অঁরেলিয়ো চুয়ামেনির লম্বা ক্রস ধরে চকিতে ডান পায়ে কাট করে শট নেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। হাত লাগলেও বল জালে জড়ানো থেকে বাঁচাতে পারেননি জার্মানির গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন। এটি জাতীয় দলের জার্সিতে এমবাপের ৫০-তম গোলও।
৫৪ মিনিটে গোল করেন বদলি হিসেবে নামা ডেনিজ় উন্ডাভ। কিন্তু তার আগেই ফাউল করায় গোলটি বাতিল করা হয়। ৭৮ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে এমবাপে সাইড ভলি মেরেছিলেন। কিন্তু এ ক্ষেত্রে ত্রাতা হয়ে ওঠেন গোলরক্ষক টের স্টেগেন। তবে এমবাপেকে রোখা যায়নি। প্রতিআক্রমণ থেকে একাই বল নিয়ে উঠে জার্মান ডিফেন্ডারদের ধরাছোঁয়ার বাইরে চলে যান। পাশ থেকে তখন উঠেছেন মাইকেল ওলিসে। হাল্কা টোকায় পাস দেন ওলিসেকে। ২-০ করতে ভুল করেননি বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার।
ম্যাচের পরে জার্মানির অধিনায়ক জোশুয়া কিমিচ বলেন, “আমরা প্রথমার্ধে অন্তত ৩-০ গোলে এগিয়ে যেতে পারতাম। তবে দ্বিতীয়ার্ধে আরও ধৈর্য দেখানো উচিত ছিল। ফ্রান্সকে সুযোগ করে দিয়েছি।” ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলেন, “দল গড়ার সময়ে লক্ষ্যই থাকে, যেন বিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে পারি। আরও গোল হলেও অবাক হতাম না।”
এ দিকে নরওয়ের বিরুদ্ধে ০-৩ হারের জেরেই ইটালির কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হবে লুসিয়ানো স্পালেত্তিকে। তিনি জানিয়েছেন, সোমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মলডোভার বিরুদ্ধে শেষ বার ইটালির কোচের দায়িত্ব সামলাবেন।
কারিগর: গোল করে ও করিয়ে ফ্রান্সকে জেতালেন এমবাপে। রয়টার্স