আপত্তিকর মন্তব্যের জেরে
গণধর্ষণ ও যৌনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করে এ বার বিপাকে অভিনেতা রাম কপূর। বাদ পড়লেন তাঁর আসন্ন সিরিজ় ‘মিস্ট্রি’র প্রচার থেকেও। সিরিজ়ে রামের সঙ্গে রয়েছেন মোনা সিংহ। সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে আয়োজিত হয়েছিল এই সিরিজ়ের সাংবাদিক সম্মেলন। মোনার সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছিলেন রাম। সেখানে অনুষ্ঠান চলাকালীন মজার ছলে একাধিক বার অশালীন মন্তব্য করেন অভিনেতা। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, ক্রু ও জনসংযোগ সংস্থার সদস্যদের উদ্দেশ্যে কুরুচিকর ইঙ্গিত করেন। মহিলাদের পোশাক, ব্যক্তিগত বিষয় নিয়েও রসিকতা করতে থাকেন। এর পরেই প্রযোজনা সংস্থা ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টারকে অভিনেতার নামে অভিযোগ জানানো হয়।
অভিযোগ পেতেই দ্রুত পদক্ষেপ করে প্রযোজনা সংস্থা ও জিও হটস্টার। সিরিজ়ের বাকি প্রচারমূলক কাজ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। জিও হটস্টারের তরফে এক বিবৃতি মারফত জানানো হয়, “কর্মক্ষেত্রে কোনও রকম অশালীন আচরণ সহ্য করা হবে না।” তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি রাম।