একজোট উদ্ধব-রাজ
মুম্বই, ২৭ জুন: মহারাষ্ট্রের স্কুলে পড়ুয়াদের উপরে জোর করে হিন্দি চাপানোর বিরুদ্ধে সুর চড়িয়ে হাত মেলাতে চলেছেন ঠাকরে পরিবারের দুই ভাই— উদ্ধব এবং রাজ ঠাকরে। এ দিন কথা জানিয়েছেন উদ্ধবপন্থী শিবসেনার নেতা সঞ্জয় রাউত। রাজ্য সরকারের ত্রিভাষা নীতিতে সম্প্রতি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের তৃতীয় ভাষা হিসেবে হিন্দি শেখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিবাদে আলাদা মিছিলের ঘোষণা করেছিল উদ্ধবপন্থী শিবসেনা এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এ বার তারা এক সঙ্গে মিছিল করবে বলে সঞ্জয় আজ এক্স হ্যান্ডলে জানান। ৫ জুলাই সেই মিছিল হবে বলে খবর।
সূত্রের দাবি, গত কাল রাতে এই সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগে রাজ ৬ জুলাই এবং উদ্ধব ৭ জুলাই মিছিলের ডাক দিয়েছিলেন। তবে এখন দু’জনেই বলছেন, মহারাষ্ট্র এবং মরাঠি ভাষার আগে কোনও কিছুই নয়। বৃহন্মুম্বই পুরসভার ভোটে আগে এই খবরে চর্চা শুরু করেছে। মহারাষ্ট্রের সরকারি স্কুলে এখন হিন্দি ও ইংরেজি পঞ্চম শ্রেণি থেকে পড়ানো হয়। বিজেপির দেবেন্দ্র ফডণবীসের সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম শ্রেণি থেকে মৌখিক হিন্দি শিক্ষা চালু করছে। রাজ-উদ্ধবের এই হাত মেলানোকে স্বাগত জানিয়েছে বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ী। সংবাদ সংস্থা