সুকান্ত-কাণ্ডে জানাল পুলিশ
}} গত ২০ জুন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে অশান্তি সৃষ্টির অভিযোগে গ্রেফতার করেছিল ভবানীপুর থানা এবং পরে তাঁকে লালবাজারে সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয় বলে সংসদের স্বাধিকার ভঙ্গ কমিটিকে জানাল কলকাতা পুলিশ। ব্যক্তিগত জামিনে অবশ্য মুক্তি পেয়েছেন সুকান্ত। কিন্তু তাৎপর্যপূর্ণ হল, ওই দিনই সাংসদ হিসাবে তাঁর স্বাধিকারভঙ্গের অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন সুকান্ত। তিনি চিঠিতে লেখেন,
গত ১৯ জুন দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বিজেপি কর্মীকে দেখতে গেলে তাঁকে লক্ষ্য করে কটূক্তি, গালিগালাজ এমনকি চপ্পল ছোড়া হয়। তাঁর অভিযোগ ছিল, ওই হামলার ঘটনা এক জন সাংসদের স্বাধিকারভঙ্গের
শামিল, ভারতীয় গণতন্ত্রের উপরে আঘাত। তাঁর উপরে হামলার বিষয়টি যেন স্বাধিকার কমিটি খতিয়ে দেখে, সেই আর্জি জানিয়েছিলেন সুকান্ত।
আসছেন রেলমন্ত্রী
}} কলকাতা আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ, শনিবার বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর। বেলা ১টা নাগাদ সাঁতরাগাছি স্টেশন থেকে দূরনিয়ন্ত্রিত ব্যবস্থায় পুরুলিয়া-হাওড়া মেমু ট্রেনের যাত্রার সূচনা করার করার কথা রেলমন্ত্রীর। পুরুলিয়া থেকে বাঁকুড়া, মশাগ্রাম হয়ে চলবে ওই ট্রেন। এই ট্রেন চালু হওয়ার ফলে সোনামুখী, পাত্রসায়র, বেলিয়াতোড়ের মানুষ সরাসরি ট্রেনে হাওড়া পৌঁছতে পারবেন। বেলা তিনটে নাগাদ আলিপুরে জাতীয় গ্রন্থাগারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এক সম্মেলনে যোগ দেবেন রেলমন্ত্রী। এরপর বিকেল ৫টা নাগাদ দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
বন্দিকে ক্ষতিপূরণ
}} আদালতে জামিন পাওয়ার পরেও এক ব্যক্তিকে প্রায় এক মাস ধরে জেলে বন্দি রাখায় উত্তরপ্রদেশ সরকারকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশে শুক্রবার ওই ব্যক্তিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল যোগী আদিত্যনাথের সরকার। রাজ্যের ধর্মান্তরণ বিরোধী আইনের অধীনে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। গত ২৯ এপ্রিল শীর্ষ আদালত তাঁকে জামিন দিলেও, ২৪ জুন গাজ়িয়াবাদ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। ২৫ জুন শীর্ষ আদালত তাঁকে ক্ষতিপূরণের নির্দেশ দেয়।
মদ-মাংসে নিষেধ
}} আগামী ১১ জুলাই উত্তরপ্রদেশে শুরু হচ্ছে কাঁওয়ার যাত্রা। ৯ অগস্ট পর্যন্ত চলবে। রাজ্য জুড়ে উৎসবের তোড়জোড় চলছে। নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, কাঁওয়ার যাত্রায় মদ, মাংস কিংবা কোনও প্ররোচনামূলক সঙ্কেতের উপস্থিতি বরদাস্ত করা হবে না।