ঘরের মাঠে দ্রুততম ৫০ উইকেট বুম বুমের
বুমরা-সিরাজ যুগলবন্দিতে প্রথম দিনই চাপে চেজ়রা
নিজস্ব প্রতিবেদন
২ অক্টোবর: টেস্টে অধিনায়ক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত টস জেতেননি শুভমন গিল। বৃহস্পতিবার টানা ছয়টি টেস্টে টস হারলেন। তবে টস ভাগ্য সঙ্গে না থাকলেও প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তুল্যমূল্য লড়াইয়ে অনেকটা এগিয়ে ভারত। ওয়েস্ট ইন্ডিজ়ের ১৬২ রানের জবাবে
ভারত ১২১-২।
আমদাবাদের পিচে কিছুটা সবুজ আভা ছিল। আবহাওয়া ছিল স্যাঁতস্যাঁতে। তবুও ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রস্টন চেজ় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। প্রথম ঘণ্টার মধ্যেই সেই আত্মঘাতী সিদ্ধান্তের খেসারত দিল ওয়েস্ট ইন্ডিজ়। চেজ় টস হওয়ার পর জানিয়েছিলেন, ভারতের তিন স্পিনার রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবদের চতুর্থ ইনিংসে সামলানো কঠিন হবে জেনেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যে স্পিনারদের নিয়ে চেজ়রা ভীত ছিলেন, তারা আক্রমণে আসার আগেই আঘাত হানলেন দুই পেসার যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ়।
ওয়েস্ট ইন্ডিজ় প্রথম উইকেট হারায় চতুর্থ ওভারে। মহম্মদ সিরাজ়ের পায়ের দিকে করা একটি বলে খোঁচা দিয়ে ফেরেন ত্যাগনারায়ণ চন্দ্রপল। প্রথম ঘণ্টার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ় ৪২-৪। এই সময়ে কার্যত আগুন ঝরাচ্ছিলেন সিরাজ। তখন তাঁর পরিসংখ্যান ৭-৩-১৯-৩। শেষ পর্যন্ত চার উইকেট নিলেন হায়দরাবাদের পেসার। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দেশগুলির মধ্যে প্রথম বোলার হিসেবে চলতি বছরে ৩০ উইকেট পেয়ে নজির গড়লেন সিরাজ।
প্রথম দিনের শেষে সিরাজ সবুজ পিচে বল করে নিজের মুগ্ধতার কথাও জানালেন। তাঁর কথায়, “সবুজ উইকেটে বল করে দারুণ রোমাঞ্চিত। ভারতে টেস্টে সাধারণত এই ধরনের উইকেট খুব বেশি পাওয়া যায় না।” অধিনায়ক চেজ়কে ওবল্ সিমে আউট করেন সিরাজ, অর্থাৎ যে ক্ষেত্রে বোলার একটু কোণাকুনি ভাবে বলের সিম ধরবেন ও সেটি হাওয়ায় থাকাকালীন গোঁত্তা খেয়ে পিচে পড়ে যে কোনও দিকে চলে যাবে।
সিরাজের পাশাপাশি লাল বলের ক্রিকেটে ছন্দে দেখা গিয়েছে যশপ্রীত বুমরাকেও। তিন উইকেট পেয়েছেন বুমরা। জাস্টিন গ্রিভস (৩২) এবং জোহান লেইন (১) ফিরলেন বুমরার বিষাক্ত ইয়র্কারের শিকার হয়ে। টেস্টে ভারতের মাটিতে মাত্র ২৪ ইনিংসে ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরা। তালিকায় যুগ্ম ভাবে শীর্ষে রইলেন জাভাগাল শ্রীনাথের সঙ্গে।
বোলিংয়েও ওয়েস্ট ইন্ডিজ়ের সেই ভগ্নদশা। তাড়াহুড়ো করতে গিয়ে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফেরেন যশস্বী জায়সওয়াল (৩৬)। ফের ব্যর্থ সাই সুদর্শন (৭)। তবে ওপেন করতে নেমে ভরসা জুগিয়েছেন কে এল রাহুল। ছয়টি চারের সাহায্যে তিনি ব্যাট রয়েছেন ৫৩ রানে।
শাসন: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বুমরা-সিরাজ জুটিতে এল সাত উইকেট। বৃহস্পতিবার। এপি/পিটিআই