কোপ গ্রিন কার্ডেও
}} ২০২৮ সাল পর্যন্ত আমেরিকার গ্রিন কার্ডের লটারি থেকে বাদ যাচ্ছেন ভারতীয়েরা। অর্থাৎ, আগামী তিন বছর আমেরিকায় অভিবাসনের জন্য গ্রিন কার্ডের লটারিতে ভারতের কোনও নাগরিক যোগ দিতে পারবেন না। হোয়াইট হাউসের কুর্সিতে দ্বিতীয় বারের জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নিয়ে কড়া হয়েছেন। সম্প্রতি এইচ ১-বি ভিসার মূল্যবৃদ্ধি-সহ ভিসা পাওয়ার ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে।
ট্রাম্প-শি কথা হবে
}} ১৫ দিনের মধ্যে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চলেছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে
ট্রাম্প অভিযোগ তুলেছিলেন, বিরল খনিজের আন্তর্জাতিক বাজার দখল করতে চাইছে চিন। চিনের রফতানি করা সমস্ত পণ্যের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন তিনি। শুক্রবার সেই অবস্থানের সম্পূর্ণ উল্টো পথে হেঁটে ট্রাম্প জানান, আগামী দিনে চিনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন মিটে যাবে বলে আশা করা হচ্ছে।