ওয়ার্ডেই হেনস্থা
}} হাসপাতালের ওয়ার্ডের ভিতরে এক রোগিণীর মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। বর্ধমান মেডিক্যাল কলেজে রবিবারের ঘটনা। ঘটনার পরে অভিযুক্ত পালালেও, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার জেলার পুলিশকর্তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। পৃঃ ৫
নিরাপত্তায় প্রশ্ন
}} কাজে ফিরলেন উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের নিগৃহীত মহিলা চিকিৎসক। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রইল। কারণ, সোমবারেও ‘ভিজ়িটিং আওয়ার্স’-এ কার্যত লাগামছাড়া ভিড় জমল বিভিন্ন ওয়ার্ডে। হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার তথা উপাধ্যক্ষ সুবীর মজুমদারের আশ্বাস, ‘‘এ সব বন্ধ করা হবে।’’ পৃঃ ৩
মানচিত্রে বদল
}} ভারতের উত্তরপূর্বের সাতটি রাজ্যকে ঢুকিয়ে দেওয়া হল বাংলাদেশের মানচিত্রে! এবং তেমনই একটি বিকৃত মানচিত্র পাকিস্তানের সেনাকর্তাকে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা মুহাম্মদ ইউনূস। শনিবার রাতের এই ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও ভারত বা বাংলাদেশ তা নিয়ে এখনও প্রকাশ্যে মন্তব্য করেনি। পৃঃ ৬
তেজস্বীর ইস্তাহার
}} বিহার ভোটের জন্য বিরোধী জোট তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে মঙ্গলবার। তার পরের দিনই বিহারের দু’টি জায়গায় একসঙ্গে সভা করবেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। ইস্তাহারে অন্যতম লক্ষ্য থাকবে, জঙ্গলরাজের জুজু ভোঁতা করে দেওয়া। পৃঃ ৬