এ দেশে এনরিকের কনসার্ট
অক্টোবরে মুম্বইয়ে শো করবেন স্প্যানিশ গায়ক এনরিকে ইগলেসিয়াস। সেই কনসার্টে হাজির থাকছেন রণবীর সিংহ, করিনা কপূর খান, কিয়ারা আডবাণী, শ্রদ্ধা কপূর, অনন্যা পাণ্ডে প্রমুখ। লাইভ কনসার্ট দেখতে হাজির থাকতে পারেন করিশ্মা কপূর, মালাইকা অরোরা, অমৃতা অরোরা, জ্যাকলিন ফার্নান্দেজ়, আরবাজ় খান, রাশা থাডানি, তমন্না ভাটিয়া-সহ আরও অনেকেই।
জাঁকজমক করে আয়োজন হয়েছে এই শোয়ের। কনসার্টের সাউন্ড ও আলোর আয়োজন করতে এনরিকের প্রায় ৬০ জন সদস্যের দল ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছে। শুধু শো নয়, এ বার ভারত সফরে এসে আরও অনেক পরিকল্পনা রয়েছে গায়কের। শাহরুখ খান ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। শোনা যাচ্ছে, সিদ্ধি বিনায়ক মন্দির, গান্ধী মিউজ়িয়াম, কোলাবা কসওয়ে ঘোরারও প্ল্যান রয়েছে তাঁর। এ দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে চান এনরিকে।
আগামী ২৯ ও ৩০ অক্টোবর বান্দ্রা কুরলা কমপ্লেক্সে শো এনরিকের। এর আগে ২০০৪ সালেও এখানে কনসার্ট করেছিলেন তিনি। ২০১২ সালে নিজের ইউফোরিয়া ওয়র্ল্ড টুর নিয়ে এ দেশে এসেছিলেন গায়ক। পুনে, গুরুগ্রাম, বেঙ্গালুরুতে সে বার শো করেছিলেন তিনি। এ বারও গ্লোবাল টুরে বেরিয়েছেন। মুম্বইয়ের পরে আবু ধাবিতে শো রয়েছে তাঁর। ‘হিরো’, ‘রিদম ডিভাইন’, ‘লাভ টু সি ইউ ক্রাই’... এনরিকের একাধিক জনপ্রিয় গান শোনার অপেক্ষায় মুম্বইবাসী।