প্রেমের গল্পে রাহুল-দিয়া
দিয়া মির্জ়ার বিপরীতে এ বার রাহুল ভট্ট। কানওয়াল শেঠি পরিচালিত রোম্যান্টিক ছবিতে জুটি বাঁধছেন দিয়া-রাহুল। বর্তমান প্রজন্মের সম্পর্ক, তাঁদের আবেগ নিয়ে এ ছবির গল্প। প্রযোজনায় কোবিদ গুপ্ত। সম্প্রতি ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এ নজর কেড়েছেন রাহুল। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি ‘কেনেডি’। ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েছে সে ছবি। অভিনেতার হাতে রয়েছে মধুর ভান্ডারকর পরিচালিত ‘দ্য ওয়াইভস’ ও হলিউড ছবি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ইন কুম্ভ’।