বড় পর্দায় ফিরছে ‘অরণ্যের দিনরাত্রি’
সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র পুনরুদ্ধারকৃত সংস্করণ মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। ৭ নভেম্বর থেকে দেশের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটির ফোর কে রেস্টোরড ভার্শন। প্রিয়া প্রেক্ষাগৃহের মালিক অরিজিৎ দত্ত সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে সেই খবর দেন। তিনি জানিয়েছেন ‘অরণ্যের দিনরাত্রি’-র পুনর্মুক্তি উপলক্ষে শহরে উপস্থিত থাকবেন ছবির মুখ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুরও।
এ বছর মে মাসে কানস চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন শর্মিলা ও ছবির অন্যতম অভিনেত্রী সিমি গারেওয়াল। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা, সিমি, শুভেন্দু চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, রবি ঘোষ, কাবেরী বসু প্রমুখ।
‘অরণ্যের দিনরাত্রি’-র দৃশ্য