আর্থার কোনানের বায়োপিক করবেন সৃজিত
এ বার ইংরেজি ছবির নির্দেশনায় পরিচালক। খোঁজ নিল আনন্দ প্লাস
বছর কয়েক আগে ওয়েব মাধ্যমে শালর্ক হোমসের দেশজ সংস্করণ হিসেবে ‘শেখর হোম’ সিরিজ়টির পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এ বার সেই চরিত্রের স্রষ্টাকে নিয়েই ছবি করতে চলেছেন তিনি। আর্থার কোনান ডয়েলের বায়োপিকের নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। এটি সৃজিতের প্রথম ইংরেজি ফিচার। ছবিটি ইন্দো-ব্রিটিশ কো-প্রোডাকশনে তৈরি হতে চলেছে। উদ্যোগে ন্যাশনাল স্কুল অব ড্রামা এবং ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ছবিটির সঙ্গে যুক্ত রয়েছে আর্থার কোনান ডয়েল এস্টেট। এই সংস্থার কাছেই সৃজিত তাঁর ভাবনা তুলে ধরেন প্রথমে। “এখানে কপিরাইটসের বিষয়টি জড়িত, এস্টেটের অনুমতি ছাড়া কিছুই সম্ভব হত না,” বললেন সৃজিত।
সারা বিশ্বে সমাদৃত শার্লক হোমসের কাহিনি। প্রায় প্রতিটি গোয়েন্দা কাহিনির অনুপ্রেরণায় শার্লকের নামই আসবে। শার্লকের কোনও কাহিনি নির্বাচন না করে তাঁর স্রষ্টাকে নিয়ে ছবি তৈরির ভাবনার কি বিশেষ কারণ ছিল? সৃজিতের কথায়, “স্কুলে পড়ার সময়ে বইয়ের পাতাতেই লেখকের সঙ্গে পরিচয়। তবে শার্লক নিয়ে কাজ করতে গিয়েই আর্থার কোনানকে নিয়ে আগ্রহ তৈরি হয়, পড়াশোনা শুরু করি। বহুমুখী প্রতিভা, চমকে দেওয়ার মতো চারিত্রিক গুণাবলি। উনি শুধু লেখক নন, চিকিৎসকও ছিলেন। উনি নিজেও কিছু কোর্ট কেসের মীমাংসা করেছিলেন।” লেখকের গোটা জীবন নয়, শেষ তিরিশ বছরকেই মূলত পর্দায় তুলে ধরতে চান পরিচালক। কাহিনির সূত্রে শার্লকের চরিত্রও আসবে পর্দায়, আসবে ওয়াটসনও, লন্ডন থেকে ফোনে জানালেন সৃজিত। এ দিন রাত এগারোটা নাগাদ (ভারতীয় সময়) ছবির ঘোষণা হবে লন্ডনে।
কোনান ডয়েল দু’টি কোর্ট কেসের সমাধান করেছিলেন শার্লকের পদ্ধতি অনুসরণ করেই। এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং একজন ইহুদিকে বাঁচিয়েছিলেন তিনি। সৃজিতের ছবিতে এই অংশটি বিশেষ গুরুত্ব পাবে। লেখকের ব্যক্তিগত জীবন, নিজের সৃষ্ট চরিত্রের খ্যাতি, মানসিক টানাপড়েন… নানা দিক উঠে আসবে ছবিতে। সৃজিতের কথায়, “আমি ওঁর লেগাসি ধরার চেষ্টা করছি।”
ছবির প্রযোজনায় থাকছে সৃজিতের সংস্থা ম্যাচকাট প্রোডাকশনস। ব্রিটিশ প্রযোজক শাহনাব আলমের ইনভিজ়িবল থ্রেড। ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’-এর ঘোষণা হলেও অন্যান্য বিষয় প্রাথমিক স্তরে। ছবির শুটিং কবে হবে, কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত নয়।
লেখকের গোটা জীবন নয়, শেষ তিরিশ বছরই মূলত পর্দায় তুলে ধরতে চান পরিচালক। কাহিনির সূত্রে শার্লকের চরিত্রও আসবে পর্দায়