তিন স্পিনার নিয়ে আসছেন বাভুমারা
নিজস্ব প্রতিবেদন
২৭ অক্টোবর: নভেম্বরে ভারতের বিরুদ্ধে দু’টি টেস্ট সিরিজ় খেলবে দক্ষিণ আফ্রিকা। তাদের জন্য সুখবর, পায়ের চোট সারিয়ে প্রত্যাবর্তন করছেন টেম্বা বাভুমা। তিনি দলকে নেতৃত্ব দেবেন। সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা দলে রেখেছে স্পিন ত্রয়ীকে- সাইমন হারমার, কেশব মহারাজ ও সেনুরাম মুথুস্বামীকে। তাঁরা পাকিস্তানের মাটিতে পাক ব্যাটসম্যানদের সমস্যা ফেলেছিলেন। ভারতের স্পিন সহয়াক পিচেও তাঁরা ঘাতক হয়ে উঠতে পারেন। তবে আদৌ ভারত ঘূর্ণি পিচে দক্ষিণ আফ্রিকার সামনে পড়তে চায় কি না সেটাও দেখার। জোরে বোলারদের মধ্যে রয়েছেন কাগিসো রাবাডা, মার্কো জ্যানসেন, উইয়ান মুল্ডার ও অলরাউন্ডার করবিন বশ। ১৪ নভেম্বর থেকে কলকাতায় শুরু হচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে গুয়াহাটিতে (২২-২৬ নভেম্বর)। তবে নজর থাকবে বাভুমার উপরেই।