ইয়ামাল বনাম কার্বাহাল সংঘর্ষে উত্তপ্ত এল ক্লাসিকো
নিজস্ব প্রতিবেদন
২৭ অক্টোবর: টানা চার ম্যাচ পরে এল ক্লাসিকোয় জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ২-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারানোর কারিগর জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপে। কিন্তু রিয়ালের জয় ঢাকা পড়ে গিয়েছে ম্যাচ শেষের বিতর্কে।
খেলার শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই দলের বেঞ্চে বসে থাকা ফুটবলারেরা। ৯০ মিনিটের মাথায় রিয়ালের গোলরক্ষক আন্দ্রে লুনিন বেঞ্চে বসেই লাল কার্ড দেখেন। সংযুক্ত সময়ের একেবারে শেষে লাল কার্ড দেখেন বার্সেলোনার পেদ্রি।
রেফারির শেষ বাঁশি বাজার পরেই একে অপরের দিকে তেড়ে যান ফুটবলারেরা। হাতাহাতি, ধাক্কাধাক্কি চলতে থাকে। রেফারি ও সহকারী রেফারিরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেও পারেননি। ফলে নিরাপত্তারক্ষীদের নামতে হয়। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু হঠাৎই লামিন ইয়ামালের কাছে গিয়ে কিছু বলেন রিয়াল মাদ্রিদের দানি কার্বাহাল। তিনি ইয়ামালকে বলেন, “তুমি খুব বেশি কথা বলো। এ বার কিছু বলো। কি, কথা বন্ধ হয়ে গিয়েছে?”
এই বক্তব্য মানতে পারেননি বার্সার মিডফিল্ডার ফ্র্যাঙ্কি দে ইয়ং। ম্যাচ শেষে বার্সার অন্যতম তারকা বলেছেন, ‘‘কার্বাহাল ও ইয়ামাল দু’জনেই তো স্পেনের হয়ে খেলে। ওরা সেখানে সতীর্থ। কিছু বলার থাকলে ইয়ামালকে ম্যাচ শেষে বলতে পারত কার্বাহাল।” এই ঘটনার প্রতিবাদ করেছেন ইয়ামালের বাবা। তিনি লিখেছেন, ‘‘ওর বয়স মাত্র ১৮। এই বয়সের ফুটবলারকে আক্রমণের কোনও মানে হয় না।”